× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দশকের অভিনয়জীবনে মঞ্চে প্রথম সম্মানী পেলেন আসাদুজ্জামান নূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৩:৫২ পিএম

পাঁচ দশকের অভিনয়জীবনে মঞ্চে প্রথম সম্মানী পেলেন আসাদুজ্জামান নূর

বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। সাম্প্রতিক সময়ে মঞ্চে অভিনয়ে ব্যস্ত তিনি। পাঁচ দশক কাটিয়ে দেওয়ার পর মঞ্চে প্রথমবার অভিনয়ের জন্য পারিশ্রমিক পেলেন আসাদুজ্জামান নূর। তার প্রথম আর্থিক সম্মানী এল হৃৎমঞ্চ প্রযোজিত রিমান্ড নাটকে অভিনয় করে।

গত রবি ও সোমবার টানা দুই সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হয় ‘রিমান্ড’। গত জানুয়ারি মাসে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় নাটকটি মঞ্চে আসে। এরই মধ্যে নাটকটির পাঁচটি প্রদর্শনী হয়েছে।

নাটকটিতে একজন লেখকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। সোমবার পঞ্চম প্রদর্শনী শেষ হওয়ার পর রিমান্ড নাটকের নির্দেশক শুভাশিস সিনহা এবং হৃৎমঞ্চ নাট্যদলের প্রধান সমন্বয়ক পাভেল রহমান অভিনেতা আসাদুজ্জামান নূরের হাতে সম্মানী তুলে দেন।

এ সময় রিমান্ড নাটকের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা, কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, আনিসুর রহমান রিমন, শাহনাজ জাহান, বর্ষা রহমান, সৌম্য সিংহ, সজিব হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদা সম্রাট, মাহফুজ সুমন, রাকিবসহ অনেকে।

উপস্থিত সবাই আসাদুজ্জামান নূরের সম্মানী গ্রহণের মুহূর্তটিকে করতালির মাধ্যমে উদযাপন করেন।

রিমান্ড নাটকের টিকেট বিক্রির টাকা থেকে নাটক মঞ্চায়নের বিভিন্ন কারিগরী খরচ মেটানোর পর বাকি টাকা থেকে নাটকে সংশ্লিষ্টদের আর্থিক সম্মানী দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান হৃৎমঞ্চের প্রধান সমন্বয়ক পাভেল।

রিমান্ড নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা