× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার দেশে মুক্তি পেল বিদেশ মাতানো আদিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১১:৫৩ এএম

এবার দেশে মুক্তি পেল বিদেশ মাতানো আদিম

দেশের প্রেক্ষাগৃহ কিংবা আন্তর্জাতিক পুরস্কার, সব মিলিয়ে ঢাকাই সিনেমায় বইছে সুবাতাস। এমনই সময়ে আজ থেকে হলে মুক্তি পাচ্ছে ‘আদিম’ সিনেমাটি। এ সিনেমা এরই মধ্যে মস্কো ও কুইন্স জয় করেছে। প্রশংসিত হয়েছে সিনেমার গল্প, সংলাপ ও নির্মাণ। সিনেমার পরিচালক যুবরাজ শামীমও পেয়েছেন প্রচুর প্রশংসা। গণ-অর্থায়নে নির্মিত সিনেমাটি এবার দেশের প্রেক্ষাগৃহে চলবে।

গেল ১১ ডিসেম্বর দুপুরে যুবরাজ শামীমের হাতে ‘আদিম’-এর সেন্সর সার্টিফিকেট তুলে দেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ। তবে যুবরাজ জানিয়েছেন, সিনেমাটি ৬ ডিসেম্বর আনকাট সেন্সর পেয়েছে। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আদিম’। যুবরাজ শামীম পরিচালিত এই সিনেমাটি নিয়ে তখন উচ্ছ্বাস প্রকাশ করেন সেন্সর বোর্ডের সদস্যরাও। 

আজ ২৬ মে থেকে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায়, যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেপ্লেক্সে। এসব সিনেপ্লেক্সগুলোতে প্রতিদিন ৯টি করে শো চলবে। যুবরাজ শামীম বলেন, ‘সাধারণত বার্তাবহুল সিনেমাগুলো আমাদের দেশে অতটা হল পায় না। সিঙ্গেল স্ক্রিনগুলো আগ্রহ দেখায় না। আবার তাদের পরিবেশ নিয়েও দর্শকের একটি অস্বস্তি কাজ করে। এসব ভেবে সিনেপ্লেক্সকেই বেছে নিয়েছি প্রথম সপ্তাহে। তিনটি সিঙ্গেল স্ক্রিন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আদিম চালানোর জন্য। তাদের সঙ্গে আপাতত আমরা চুক্তিতে যাইনি সময় স্বল্পতার কারণে। পরের সপ্তাহে হয়তো হল বাড়বে। আমার বিশ্বাস, যারা ভালো সিনেমা দেখতে চান, তারা আদিম দেখতে আসবেন।’

নিজের প্রথম সিনেমা আদিম দেশে মুক্তি পাচ্ছে। অনুভূতি কেমন জানতে চাইলে নির্মাতা যুবরাজ শামীম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একটি ছবিতে পরিচিত মুখ নেই, তার ওপর আমার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতো দেশের সর্বাধুনিক সিনেমা হল ছবিটা নিলো! এটি অবশ্যই আমার জন্য আনন্দের এবং গর্বের। আদিমের চরিত্র কালা, ল্যাংড়া আর সোহাগীকে নিয়ে আমরা সদলবলে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াব, ভাবতেই কেমন পুলক অনুভব করছি। আদিমের এই পর্যায়ে আসতে আমার শেয়ারহোল্ডার, সাংবাদিক ভাই-বোনদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’

নির্মাতা আরও বলেন, ‘আমার সিনেমা নিয়ে সবার মধ্যেই আগ্রহ দেখেছি। এতটা আশা আমি করিনি। কারণ আমাকে কয়জনে চিনে? বলতে গেলে অচেনা মানুষের সিনেমা নিয়ে দেশের মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছে, এটা মানসিক শান্তির। আমি অসম্ভব খুশি। মস্কো আমাকে এবং আমার দেশকে যেই ভালোবাসা ও সম্মান জানিয়েছে, তার থেকেও বেশি আনন্দের আমাদের সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে সবার আগ্রহ রয়েছে দেখে।’

হলের বাইরে ব্যক্তিগত উদ্যোগে সিনেমাটি নিয়ে কোনো প্রদর্শনীর পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আপাতত তেমন পরিকল্পনা এখনও করা হয়নি। তবে দর্শকের আগ্রহ থাকলে আমরা চেষ্টা করব সিনেমাটি তাদের কাছে পৌঁছে দিতে।’

আদিম সিনেমা সর্বশেষ নিউইয়র্কে ১২তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। শুধু পুরস্কারই নয়, উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটো সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। পুরস্কার ঘোষণার সময় তিনি বলেন, ‘আমি আমার জীবনে এমন সিনেমা দেখিনি। দৃশ্যগুলো বেশ জীবন্ত আর মানুষগুলো একদম বাস্তবিক। ছবিটি দেখার সময় আমার মনে হয়েছে, আমি বাস্তবতা দেখছি।’ ভিসা জটিলতার কারণে উৎসবে অংশ নিতে নিউইয়র্কে যেতে পারেননি শামীম। তবে পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। 

এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা আদিম। সেই সঙ্গে পেয়েছে নেটপ্যাক সম্মাননা। এরপর সিনেমাটি প্রদর্শিত হয়েছে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেও সিনেমাটি দর্শকের প্রশংসা পায়। এবার দেশের দর্শকদের কাছে কতটা ভালোবাসা ও প্রশংসা কুড়াতে পারে সেটিই দেখার অপেক্ষায়।

আদিম সিনেমার কাহিনী একটি বস্তিকে কেন্দ্র করে। শুটিং হয়েছে টঙ্গীর একটি বস্তিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহপ্রযোজক সিনেমাকার ও লোটাস ফিল্ম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা