× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌসিফ-ফারিণের ‘ঢাকাইয়া কোরবানি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১২:৫৫ পিএম

তৌসিফ-ফারিণের ‘ঢাকাইয়া কোরবানি’

কোরবানির ঈদকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়ে গেছে নাটক নির্মাণের হিড়িক। আর ঈদুল আজহায় পুরান ঢাকাকে কেন্দ্র করে অনেক নাটক ছোটপর্দায় দেখা যায়।

এবারের কোরবানির ঈদে পুরান ঢাকাকে তুলে ধরা হয়েছে ‘ঢাকাইয়া কোরবানি’ নামের বিশেষ নাটকের মাধ্যমে। সিএমভির ব্যানারে মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। আরও আছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, জুলফিকার চঞ্চল, ম ম মোর্শেদ প্রমুখ।

কথায় আছে- ঢাকাইয়াদের সবকিছুতেই একটু বাড়াবাড়ি থাকে, সেই নমুনা পাওয়া যায় কোরবানির ঈদেও। প্রতিযোগিতা লেগে যায়, কে কার চেয়ে বড় গরু কিনবে কিংবা বেশি দাম দিয়ে কোরবানি দেবেÑ এসব বিষয়ে। রীতিমতো স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায় মহল্লায় মহল্লায়। তেমনই গল্প উঠে এসেছে নাটকটিতে।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘ঢাকাইয়াদের কোরবানি নিয়ে যত রকমের সার্কাজম আছে, তার সবকিছুই রাখার চেষ্টা করেছি এই গল্পে। আশা করছি দর্শকরা মজা পাবেন নাটকটি দেখে।’

গল্পের শুরুতেই দেখা যাবে, বাবার আদরের দুলালী সুইটি তার বারান্দায় অতি সাজে টিকটক নিয়ে ব্যস্ত, হঠাৎই তার রিং লাইটে বল এসে যায় ভেঙে। নিচে তাকালে দেখে পাশের বাড়ির আশিক (তার চিরশত্রু) ছেলেদের নিয়ে ক্রিকেট খেলছিল এবং তারই বল এসে…! রাগে সে আশিকের সামনে গিয়ে তাকে বকা শুরু করলে লেগে যায় ঝগড়া এবং ঝগড়া থেকে হাতাহাতি মারামারি। মারামারি শেষে তারা বিধ্বস্ত অবস্থায় বাসায় গেলে দুই পরিবার এ নিয়ে ঝগড়ায় মেতে ওঠে। ঝগড়ার একপর্যায়ে কথা ওঠে কোরবানি নিয়ে।

ঝগড়ার বিষয় হয়ে ওঠে, কে কত বড় কোরবানি দেয় তা নিয়ে এবং এক পরিবার অন্য পরিবারের চেয়ে বড় কোরবানির চ্যালেঞ্জ দিয়ে বিদায় হয়। এর পর শুরু হয় নাটকের মূল গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা