× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার আসছে ‘কালাচান ২.০’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১২:৫৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১২:৫৯ পিএম

এবার আসছে ‘কালাচান ২.০’

ঈদুল ফিতরে প্রকাশ হয় ‘কালাচান’ গান। এটি এখন সবার মুখে মুখে। গানটি প্রযোজনা করেছে ‘বার্নাবি রেকর্ডস’ ইউটিউব চ্যানেল। গানটি তাদের ইউটিউব প্ল্যাটফর্মে ২০ মিলিয়নের অধিক ভিউ পেয়েছে। এ ছাড়া টিকটকে ট্রেন্ডিংয়ে আছে। ১৫ লাখের বেশি মানুষ ভিডিও বানিয়েছে টিকটকে।

বাইরে পাশের দেশ ভারতে গানটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। এ উপলক্ষে ২৪ জুলাই রাতে গুলশানের এক অভিজাত রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গানটির কলাকুশলীসহ অন্য মিডিয়া ব্যক্তিত্বরা।

প্রযোজনা প্রতিষ্ঠান বার্নাবি রেকর্ডস থেকে গানটি পরিচালনা করেছেন নাজমুল ইভান। কালাচান গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর। কণ্ঠ দিয়েছেন তোসিবা বেগম এবং সুর করেছেন এফএ প্রীতম।

কালাচান গানে কালাচানের চরিত্রে অভিনয় করেছেন আলিফ চৌধুরি, আর তার বিপরীতে ছিলেন নাফিসা নুসরাত প্রনমি। গানের নৃত্য পরিচালনা করেছেন ডিএমএস ফ্লাশ ড্যান্স কোম্পানির রোহান বেল্লাল এবং চিত্র গ্রহণ করেছেন ইয়াসিন বিন আরিয়ান।

কালাচান গানের ২০ মিলিয়ন সেলিব্রেশন অনুষ্ঠানে বার্নাবি রেকর্ডসের অংশীদার রাকিব আহম্মেদ বলেন, ‘কালাচান আমাদের জন্য এক অন্যরকম মাইলফলক। বার্নাবি রেকর্ডস থেকে শুরু থেকেই নতুন নতুন গান সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। কালাচান সেই চেষ্টার সাফল্য। এ গানের জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ। আর দর্শকদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার জন্য।’

বার্নাবি রেকর্ডসের পরবর্তী কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘আমরা দর্শকদের কালাচানের প্রতি ভালোবাসায় অভিভূত হয়ে খুব শিগগিরই কালাচান ২.০ নিয়ে আসব। আশা করি আগের থেকে আরও বেশি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন এ গানে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা