প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৩:৪২ পিএম
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘সাবকনসাস’। ১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ
বন্ধু মিলে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে তারা। এ বছরের অক্টোবরে দলটির
২৫ বছর পূর্ণ হবে। ‘সাবকনসাস’ এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে
প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’। অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল
দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেন। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম
‘তারার মেলা’। ব্যান্ডের গাওয়া ‘অহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’
শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
এ দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান
ও লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে ৯ বছর
বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘শিল্পের ঘর’।
এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম ‘রূপকথার কাব্য’। ইতোমধ্যে অ্যালবামটির তিনটি গান
তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।
আগামী ৩০ আগস্ট অ্যালবামের চতুর্থ গান ‘বন্ধু’ প্রকাশিত হবে। গানটি
লিখেছেন লুকান ও ময়িন। নতুন গান নিয়ে দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য জন আলমগীর প্রতিদিনের
বাংলাদেশকে বলেন, ‘‘রূপকথার কাব্য’ অ্যালবামের তিনটি গান আমরা ইতোমধ্যে প্রকাশ করেছি।
এবার চতুর্থ গান আসছে। পূর্ণাঙ্গ অ্যালবাম আসবে এ বছরের অক্টোবরে। প্রথম তিনটি গান
দর্শকদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি চতুর্থ গানটিও সবাইকে মুগ্ধ করবে।’
এ ছাড়া এ বছর ‘সাবকনসাস’ ভক্তদের জন্য বড় একটি ধামাকা রয়েছে। খুব
শিগগিরই সেই বিষয়ে বিস্তারিত জানাবে দলটি।
২০০২ সালে ‘সাবকনসাস’ রিয়েলিটি শো ‘স্টার সার্চ’-এ সেরা ব্যান্ড হয়।
দলটির জোহান হন সেরা গিটারিস্ট। এই প্রতিযোগিতা থেকে তাদের পরিচিতি অনেক বেড়ে যায়।
বর্তমানে দলটিতে সদস্যসংখ্যা পাঁচজন। জোহান ভোকালিস্ট ও গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ
গিটারে আহাদ অন্তর ও সৈকত এবং অসি লিড গিটার।