প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৩:৩৬ পিএম
সম্প্রতি কানাডার মন্ট্রিয়ল গ্রান্ড লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 'মন্ট্রিয়ল তারকা সন্ধ্যা' নামে এক জমজমাট' সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ট্রিয়লে বসবাসকারী বাংলাদেশের যন্ত্রশিল্পী, সংগীত শিল্পী, নৃত্যশিল্পী এবং বাচিক শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি আয়োজন করে মন্ট্রিয়লের সাংস্কৃতিক সংগঠন 'লোকজ'।
আধুনিক শব্দ প্রক্ষেপন, আলোক প্রক্ষেপন সহযোগে সুবিন্যস্ত মঞ্চে প্রায় ৪ ঘণ্টা হলভর্তি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে দর্শক শ্রোতা এই সুন্দর, পরিছন্ন, রুচিশীল বিভিন্ন পরিবেশনার প্রশংসা করেন। তারা 'লোকজ' এর কাছ থেকে এমন আরও অনুষ্ঠান দেখার আশা প্রকাশ করেন।
লোকজ’র প্রধান সমন্বয়ক অনুপ চৌধুরী মিঠু’র পরিকল্পনায় এই অনুষ্ঠানের গ্রান্ড স্পনসর ছিলেন সেইমডে এক্সপ্রেস এর পক্ষে রনি মালিক। গোল্ডেন স্পনসর ট্রানসিট ড্রাইভিং এবং হুরপরী মেলার পক্ষে সাইফুল পাটোয়ারী এবং ফারুক হোসাইন, ষ্টার কাবাব এর সত্ত্বাধিকারী শরীফ রহমান।
বিশেষ স্পনসর ছিলেন শামিমুল হাসান।
পুরো অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিল নবগঠিত দামাল মিউজিক্যাল গ্রুপ'।