× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন জুটি আসিফ-প্রিয়াংকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৭:৫৫ পিএম

নতুন জুটি আসিফ-প্রিয়াংকা

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সংগীতশিল্পীর সঙ্গে দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন। সে তালিকায় যেমন আছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা, ডলি জহুর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ন্যান্‌সিরা; তেমন আছেন অনেক নবীন শিল্পীও। এ প্রজন্মের কণা, কোনাল, ঐশীর সঙ্গেও গান গেয়েছেন তিনি। প্রায়ই তাকে দেখা যায় উঠতি বা প্রতিশ্রুতিশীল শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে। তার সঙ্গে গান করে অনেকে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন।

এবার আসিফের সঙ্গে গাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ। বাকীউল আলমের লেখা একটি গানে এবারই প্রথম আসিফ আকবর ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গাইলেন। মূলত আসিফ আকবরেরই প্রিয় সংগীত পরিচালক মনোয়ার হোসেন টুটুলের উদ্যোগে ও সুরে এ গানটি তৈরি হয়েছে। গানটির সংগীত করেছেন শোভন রায়।

আসিফ বলেন, গানটির রেকর্ডিংয়ের সময় প্রিয়াংকার সঙ্গে তার দেখা হয়নি। কিন্তু ইয়ামিন ইলানের নির্দেশনায় মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় দুজনের দেখা হয়। প্রিয়াংকা গোপ সম্পর্কে বলতে গিয়ে আসিফ আকবর বলেন, ‘প্রিয়াংকা গোপ একজন অসামান্য শিল্পী, মানুষ হিসেবে একেবারে ডাইন টু আর্থ। উইকিপিডিয়ায় ঢুকে তার প্রোফাইল দেখে রীতিমতো রেসপেক্ট জেগেছে আমার। এত হাই প্রোফাইল ক্যারিয়ার নিয়েও তিনি একদম মাটির মানুষ, বাংলাদেশের সম্পদ। একই শহরে থাকলেও ব্যাটে-বলে মেলেনি, দেখাই হয়নি কোনো দিন। প্রিয়াংকা গোপের সঙ্গে কথা বলে নিজের খুব আপন মানুষ মনে হয়েছে, যেন বহুদিন থেকে আমরা চেনাজানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, সমানতালে চালিয়ে যাচ্ছেন সংগীত ও সংসার। একটু ভারী মেলোডি আধুনিক গানের জন্য তিনিই এখন আমার সেরা পছন্দ, একসঙ্গে আরও কাজ হবে। আশা করি ভালো একটা জুটি গড়ে তুলতে পারব আমরা। প্রিয়াংকা গোপ, আপনি অসাধারণ!’

আসিফ জানান, গানটি দ্রুতই রিলিজ হবে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপাতত শোনা যাচ্ছে স্বাধীন অ্যাপে।

গানের টাইটেল ‌‘যখন আকাশ কাঁদে’। এ গান নিয়ে প্রিয়াংকা গোপ বলেন, ‘আসিফ ভাই বাংলা গানের সুপারস্টার। কিন্তু তিনি এত অমায়িক, এত বিনয়ী এবং স্পষ্টবাদী যে, আমার কাছে ভালো লেগেছে মানুষ আসিফ আকবরকে। আর শিল্পী আসিফ আকবর তো আসলে আমাদের সময়ের ক্রাশ, এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, অনেক প্রতীক্ষার পর আমাদের দুজনের গান হলো। গানটির অসাধারণ সুর করেছেন টুটুল ভাই। তিনি এ গানে আসিফ ভাইকে ভাঙার চেষ্টা করেছেন। আমার ক্ষেত্রে হয় কি- গান আমার নিজের ভালো লাগতে হয় এবং শ্রোতাদেরও যেন ভালো লাগে এ বিষয়টা আমার মাথায় থাকে। এ গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আসিফ ভাইয়ের সঙ্গে গান গেয়ে এবং কথা বলে এত ভালো লেগেছে যে আমি আরও আরও গান গাইতে চাই তার সঙ্গে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা