× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পর্কের জটিলতায় নিপুণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৫:২০ পিএম

সম্পর্কের জটিলতায় নিপুণ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নাম নিপুণ আক্তার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে সারা দেশে আলোচিত হয়েছেন। সেই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন নায়িকা। পাশাপাশি ব্যবসা ও অভিনয় চালিয়ে যাচ্ছেন সমানতালে।

তবে সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। নিপুণ ফেসবুকে লিখেছেন, ‌‘আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই...’ হ্যাশট্যাগে তিনি জুড়ে দিয়েছেন ‘অপলাপ’। হঠাৎ করে নায়িকার জীবনে কি তৃতীয় কেউ প্রবেশ করেছেন, যার জন্য প্রিয়জনের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে?

এদিকে নিপুণের স্ট্যাটাসটি শেয়ার করে অভিনেতা ইমতিয়াজ বর্ষণের স্ট্যাটাস রহস্য যেন বাড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন, ‘দোষটা সব সময় পুরুষের হয় না। কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপুণ...’

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে নিপুণ বলেন, ‘এটি একটি ওয়েব ফিল্মের সংলাপ। নাম অপলাপ। কিছুদিন আগে এর শুটিং শেষ করেছি।’

এখানেই নিপুণের সঙ্গে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। আরও আছেন জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে।

জানা গেছে, অপলাপ নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। এর গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে ফিল্মটি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর সিরিজটি মুক্তি দেওয়া হবে চলতি মাসের শেষের দিকে।

আরও জানা গেল, এ সিরিজের গল্পে দেখা যাবে সাইক্রিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেপ্তার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নিল অর্ক। এদিকে অর্কের মামা দাবি করলেন, কোনো চাপে পড়ে বাধ্য হয়ে অর্ক খুনের অপবাদ নিজের কাঁধে নিচ্ছে। মামলা চলে গেল আদালতে। অর্কের পারসোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস অর্ক খুনটা করেনি।

সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হলো অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। পুলিশ ভাবতেও পারে না এটা অর্ক রহমানের পরিকল্পনারই অংশ। অর্ক রহমানের সেই পরিকল্পিত ফাঁদে পা দিয়ে গোয়েন্দা কর্মকর্তা সাইফ হাসান তাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করে।

সাইফ হাসান যখন বুঝতে পারে, পুরো বিষয়টিই ছিল অর্ক আর বর্ষার পরিকল্পনা, ততক্ষণে খুনের আসামি অর্ক রহমান ধরাছোঁয়ার বাইরে চলে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা