প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৭:০৪ পিএম
গত দশ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত বিভাগের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী পারভিন লিসা। বিটিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
এবার প্রকাশ হয়েছে তার নতুন গান। এই মৌলিক গানের শিরোনাম রেখেছেন তিনি ‘ওরে জীবন’।
এ গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ, মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল হোসেন চঞ্চল। গানটি প্রকাশ হয়েছে ভিডিও আকারে। সেটি পরিচালনা করেছেন খলিল শেখ।
শিল্পী জানান, গানটি প্রকাশ হলো পারভিন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
পারভিন লিসা বলেন, ‘আমি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকে আমার গানের হাতেখড়ি। এরপর গানের প্রথম শিক্ষক ছিলেন চৈত্রী বসাক। আমার গানের শিক্ষক ছিলেন সাধনা ইয়াসমিন ও কাজী দেলোয়ার হোসেন।
এখন গানের চর্চা করছি গুরুজি শফি মন্ডলের কাছ থেকে। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত বিভাগে তালিকাভুক্ত হই। তখন থেকেই নিয়মিত বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাই। লোক গানের পাশাপাশি গাইতে ভাল লাগে নজরুল সংগীত ও আধুনিক গান।’
তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামসহ বিভিন্ন গানের প্রোগ্রামে নিয়মিত কাজ করছি। এবার আমার নতুন মৌলিক গান ‘ওরে জীবন’ এলো। আপনাদের দেখার আমন্ত্রণ রইল।’
শিল্পীর আরও দুটি গানের কাজ চলছে। সেগুলোও খুব দ্রুতই প্রকাশ করবেন বলে জানান তিনি।