প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:৫১ পিএম
চলতি বছরের ১৮
মার্চ কুইন্স থিয়েটারে নিউইয়র্কে বসবাসরত মঞ্চকর্মীদের পরিবেশনায় ‘তীর্থযাত্রী’র প্রথম
প্রদর্শনী হয়। হুমায়ুন কবিরের লেখা তীর্থযাত্রী ও ‘তিন তার্কিক’ অবলম্বনে মঞ্চনাটকটির
নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ।
নিউইয়র্কের বাংলা
সংস্কৃতিকেন্দ্র ও বাংলাদেশের নাট্যকেন্দ্রÑ এ দুটি দলের নাট্যকর্মীরা তাদের মেধা,
মনন আর শ্রমে নির্মাণ করেছেন ভিন্ন দুটি প্রযোজনা। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা।
এরপর নাটকটি মঞ্চস্থ
হয়েছে বাংলাদেশে। এখানেও বেশ প্রশংসা পেয়েছে। সেই প্রেরণা নিয়ে আবারও নিউইয়র্কের মঞ্চে
ফিরছে তীর্থযাত্রী। এমন তথ্যই নিশ্চিত করলেন নাটকটির নির্দেশক তৌকীর আহমেদ। তিনি জানান,
২৬ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ডের ম্যাডিসন থিয়েটারে তীর্থযাত্রী পুনরায় মঞ্চস্থ
হতে যাচ্ছে। টিকিট মিলবে ২৫ ও ৫০ ডলারে। পাশাপাশি ৮ সেপ্টেম্বর সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে
নিউজার্সিতেও মঞ্চস্থ হবে তীর্থযাত্রী।
তৌকীর বলেন,
‘২৬ আগস্ট নাটকটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হবে। ৮ সেপ্টেম্বর সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে
নিউজার্সিতেও মঞ্চস্থ হবে নাটকটি। বাংলাদেশে ১২ সেপ্টেম্বর ও অক্টোবরে চলমান থাকবে
প্রদর্শনী। একটি নাটক একই সঙ্গে বিশ্বের দুই প্রান্তে মঞ্চস্থ হওয়ার ঘটনাটি আমাকে রোমাঞ্চিত
করছে।’
নাটকের গল্পে
দেখা যায়Ñ রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ী সেনাপতি তার সেনাদের উদ্দেশে বলছেন, রণাঙ্গনের
যুদ্ধ শেষ। এবার জীবনযুদ্ধের শুরু। যেখানে কোনো বিজয়ী নেই। পরাজয়ের ভেতরেই খুঁজে নিও
জয়ের গৌরব। সবাই বাড়ি ফিরে যায়। তিনজন ছাড়া। ওদের কোনো বাড়ি নেই। জ্ঞানের সন্ধানে
পৃথিবীর পথে বেরিয়ে পড়ে। জ্ঞানপাহাড়ের সন্ধানে পাহাড়ে, উপত্যকায় ছুটে বেড়ায়। সর্বত্র
তারা দেখে যুদ্ধÑ দৃষ্টিভঙ্গির যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ। পথে নানা
পরিস্থিতির মুখোমুখি হয় তারা। নানা বিষয়ে তাদের মধ্যে চলতে থাকে তর্কÑনীতি ও নৈতিকতা
কি সর্বজনীন? মানুষ কেন সৃষ্টির সেরা? সভ্য বলে? নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা জানতে
পারে ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়। তারা জানতে পারে, অধিকারের নিরপেক্ষ
স্বাধীনতা বলে কিছু নেই। অধিকারের বিনিময়মূল্যেই নির্ধারিত হয় শান্তিপূর্ণ সহাবস্থান।
আর এসবের ভেতরই তারা জীবনের অর্থ খোঁজে।
তীর্থযাত্রীর
কলাকুশলী সবাই নিউইয়র্কবাসী। নাটকের কুশীলবরা হলেন কামাল হোসেন, জাকির হোসেন, আহমেদ
নাসিম, শুক্লা রায়, মিল্টন আহমেদ, লায়লা ফারজানা, হীরা চৌধুরী, মমিনুল বসুনিয়া, প্রতিমা
সুমি, মিলাদুন নাহার, শরীফ হোসেন, হৃদয় অনির্বাণ ও মার্জিয়া স্মৃতি।