প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৩৪ পিএম
দেশের স্বনামধন্য অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। সিনেমা, ওটিটিতে হাজির হন তিনি চমক জাগানিয়া সব চরিত্র নিয়ে। তিনি সরব আছেন মঞ্চেও। আগামী ২৭ আগস্ট রবিবার মঞ্চস্থ হতে যাচ্ছে তার নির্দেশনায় নাটক ‘দ্য স্কুল ফর ওয়াইভস’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এটি মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বিখ্যাত ফরাসি নাট্যকার ‘মঁলিয়ে’-এর লেখা ক্ল্যাসিক্যাল কমেডি দ্য স্কুল ফর ওয়াইভস (বউদের পাঠশালা)। মাইলস ম্যালসনের ইংরেজি অনুবাদ থেকে এ নাটকটি বাংলা রূপান্তর করেছেন আশীষ খন্দকার।
নাটকে আর্নোলফি চরিত্রে মোহাম্মদ আমিন, চেরিসাল্ডি চরিত্রে তোতো তিমথীয়, হোরেস হিসেবে তানভীর নাহিদ, এনরিকিউ হিসেবে পারভেজ রানা, ওরেন্টো চরিত্রে মেহেদী, এলান চরিত্রে পলাশ ইমতিয়াজ, আগনিস চরিত্রে মানিসা অর্চি ও জিওগেট্টি চরিত্রে অভিনয় করেছেন সংগীত বাড়ৈ।
চলছে নাটকের টিকিটের অগ্রিম বুকিং। অনলাইনেও টিকিট বুকিং করা যাবে - https://forms.gle/VfGLYPmSk1UaTZcD7 ঠিকানায়।