প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩১ পিএম
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। এ বছর তার ‘তারলা’ সিনেমাটি মুক্তি পায়। গল্পনির্ভর ফ্যামিলি ড্রামা এ সিনেমায় নিজেকে ভালোভাবেই উপস্থাপনা করেন তিনি। সম্প্রতি তার ‘পূজা মেরি জান’ সিনেমার কাজ সম্পন্ন হয়েছে। এ বছরের অক্টোবরের ৩১ তারিখ প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।
সিনেমাটি নিয়ে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন হুমা। এতে তার চরিত্রের নাম সানা। নারীকেন্দ্রিক গল্পে হুমার সঙ্গে আরও দেখা যাবে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে, যার নাম পূজা। সানা এবং পূজা দুজনই ভালো বন্ধু। তাদের লক্ষ্য জীবনে স্বাধীনভাবে বেঁচে থাকা। তাই সিদ্ধান্ত নেয়, দুজনে সিঙ্গেল থেকেই গোটা জীবন পার করে দেওয়ার। এভাবে ভালোই কাটে তাদের সময়। হঠাৎ পূজার জীবনে সুদর্শন এক পুরুষের আগমন ঘটে। জীবনে চলে আসে বিপত্তি। এভাবে গল্প এগিয়ে নিয়ে গেছেন নির্মাতা নভজোৎ গুলাটি ও ভিপাশা আর্ভিন্দ।
নিজের নতুন সিনেমার কাজ শেষ করে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে হুমা সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ‘কাজটি অনেক আগেই শুরু করেছিলাম আমরা। ২০২১ সালে প্রথম শুটিং শুরু হয়। এরপর নানা ব্যস্ততায় শিডিউল সেভাবে মেলানো যায়নি। এবার অবশেষে কাজটি শেষ হয়েছে। এটি একটি কমেডি ড্রামা। শুটিং সেটেই আমরা গল্পটি নিয়ে বেশ হাসাহাসি করেছি। আমার বিশ্বাস দর্শকরাও সিনেমাটি দেখে হাসতে হাসতে কেঁদে দেবে।’
এই সিনেমার মাধ্যমে হুমা এবং ম্রুণাল ঠাকুর প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন। ম্রুণালের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে হুমা আরও বলেন, ‘ম্রুণাল অসাধারণ একজন সহকর্মী। তিনি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তাকে দেখে কাজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে আমার। শুটিং সেটে আমরা দুজনই নিজেদের চরিত্র নিয়ে পরামর্শ করেছি। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে, যা পর্দার বাইরেও সীমাবদ্ধ থাকবে বলে আশা করি।’
সিনেমায় হুমা কুরেশি ও ম্রুণাল ঠাকুর ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, ভিক্রম সিং চোহান, রাজেশ জাইশ ও চৈতন্য ভায়াস। এটি প্রযোজনা করেছেন আমার কৌশিক ও দিনেশ ভিজান।