প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
হলিউডের নির্মাতা টড ফিলিপস পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘জোকার’। এর সিক্যুয়েলের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ২০২৪ সালের ৪ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমার ফার্স্টলুক দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তবে সম্প্রতি ‘জোকার’ ভক্তরা সিনেমাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এর কারণ এর সংগীত। এবারের ‘জোকার ২’ সিনেমাটির সংগীতের দায়িত্বে আছেন আইসল্যান্ডের সংগীত পরিচালক হিলদুর গুনোদত্তির।
বর্তমানে ডিসি ক্যাম্প সিনেমাটির পোস্ট প্রোডাকশনসহ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। এর মাঝেই সিনেমাটির সংগীত পরিচালক জানান, এবারের ‘জোকার ২’ সিনেমাটি মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। সিনেমাজুড়েই সংগীতের অংশগ্রহণ বেশি থাকবে। এ খবর প্রকাশের পরই ‘জোকার’ ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
সম্প্রতি হিলদুর গুনোদত্তির বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা ‘জোকার ২’ সিনেমার সংগীত নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সিনেমাটির পরিচালক টড ফিলিপস যখন আমাকে সংগীত পরিচালনার দায়িত্ব দিলেন তখন তিনি আমাকে বলেন, ‘এবার কাজটি একটু আলদা করে করতে চাই। জোকারের সঙ্গে এবার সংগীতের একটা বড় আয়োজন রাখতে চাই। তার কথা মাথায় রেখেই এবারের পর্বে সংগীত বাড়ানো হয়েছে। এটাকে এবার ভক্তরা মিউজিক্যাল ফিল্মও বলতে পারে।’
‘জোকার ২’ সিনেমায় মার্কিন গায়িকা লেডি গাগাকে হার্লি কুইনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ সিনেমায় গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন জোয়াকিন ফিনিক্স। এবারেও তাকে দেখা যাবে চরিত্রটিতে। এ ছাড়া সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝেইঝি বিটঝ, জ্যাকব লোফল্যান্ড, ব্রেন্ডন গ্লেসন ও হ্যারি লওটি।