প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে মূকনাট্য (মাইমোড্রামা) ‘ম্যাকবেথ’। এর সপ্তম প্রদর্শনী হতে যাচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
গল্পে দেখা যাবে- ম্যাকবেথ একজন চরিত্রবান, সৎ, নিষ্ঠাবান, দৃঢ় প্রত্যয়ী, শক্তিশালী বীর। একের পর এক রাজ্য জয় করে নিজের বীরত্বের প্রমাণ দিয়ে রাজার একান্ত আস্থাভাজন ও সেনাপতি হয়ে ওঠেন। কিন্তু ক্ষমতার লিপ্সা আর লোভ সংবরণ করতে না পেরে প্রিয়তমা স্ত্রীর প্ররোচণায় পিতৃতুল্য রাজাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন তিনি।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যাসহ নিজের কুকর্ম বাস্তবায়িত করতে একের পর এক হত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠেন। একসময় সেই প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে অপ্রকৃতস্থ ও সর্বশান্ত হয়ে একইভাবে করুণ পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।
‘ম্যাকবেথ’ নাটকে ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন নিশক তারেক আজিজ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জুয়েনা শবনম, জেবুন্নেছা, হাসান, সুমাইয়া, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, অর্ক অপু, মাসুদ, রাজিব, রকি প্রমুখ। গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যের ধারায় বাঙলা মূকাভিনয় রীতিতে নির্মিত দর্শকনন্দিত প্রযোজনা ‘ম্যাকবেথ’-এর কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন জাহিদ রিপন।
‘ম্যাকবেথ’ চরিত্রে অভিনয় করা নিয়ে নিশক তারেক আজিজ বলেন, ‘‘ম্যাকবেথ ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এর আগেও এই চরিত্রে অভিনয়ের জন্য আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা রাখছিÑ আজকের মঞ্চায়নও দর্শককে মুগ্ধ করবে আমার অভিনীত চরিত্রটি তথা পুরো নাটকটিই। অনেক ধন্যবাদ জাহিদ রিপন ভাইকেÑ আমার প্রতি ম্যাকবেথ চরিত্রে অভিনয়ের আস্থা রাখার জন্য। সত্যি বলতে কী, অভিনয়ে শতভাগ মনোযোগ ছাড়া অভিনয় ফুটিয়ে তোলা সম্ভব হয় না। ‘ম্যাকবেথ’-এর জন্য সেই পূর্ণ মনোযোগটা দিয়েছি। যে কারণে আরও আশা রাখছি যে দর্শকের অনেক ভালো লাগবে আজকের মঞ্চায়নও।’’