প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম
অভিনব এক ঘটনাই বটে। সংগীত প্রতিভা অন্বেষণের অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে একজন প্রতিমন্ত্রীকে। চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ ২০২৩’-এর মঞ্চে এমনটাই দেখা যাবে। সেখানে অতিথি বিচারক হিসেবে হাজির হবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, এমপি।
‘সেরাকণ্ঠ’র বিভিন্ন রাউন্ডের শুটিং চলছে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে। গেল রবিবার ডেঞ্জার জোন রাউন্ডের শুটিংয়ে অংশ নেন প্রতিমন্ত্রী। এই সময় স্টুডিওতে মোট প্রতিযোগী ছিল ১৩ জন। শুটিংয়ের শুরুতে ময়মনসিংহের এই সংসদ সদস্য ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আগত প্রতিযোগী আদি আদিশ্রীর কণ্ঠে সামিনা চৌধুরীর একটি গান উপভোগ করেন। এরপর আরও চারজন প্রতিযোগীর গান উপভোগ করেন তিনি।
এই রিয়েলিটি শোর বিশেষ বিচারক উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা, সুরকার রুনা লায়লা, প্রধান দুই বিচারক সামিনা চৌধুরী এবং রেজওয়ানা চৌধুরী বন্যাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান। ‘ঐক্য ডটকম ডট বিডি চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এর প্রকল্প প্রধান ও অনুষ্ঠান পরিচালক ইজাজ খান স্বপনের সার্বিক তত্ত্বাবধানে রিয়েলিটি শোটির ৭ম সিজন পরিচালিত হচ্ছে। গেল বছর নভেম্বরে এই রিয়েলিটি শোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু জানান, এবারই প্রথম তিনি সেরাকণ্ঠ প্রতিযোগিতার বিচারক হয়ে এসেছেন। অবশ্য মাঝখানে কয়েক বছর বিরতিতে ছিল এই রিয়েলিটি শো। যে কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ ছিল না। এমন একটি আয়োজনে অংশগ্রহণ করা এবং প্রতিযোগীদের সম্পর্কে মূল্যায়ন করা প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘শুরুতেই যেটি বলতে চাই তা হলো গান গাইতে হলে সুর ও তাল সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। আমি যে পাঁচজন প্রতিযোগীর গান শুনেছি তারা প্রত্যেকেই খুব ভালো গেয়েছে। চ্যানেল আই সেরাকণ্ঠতে বিচারক হিসেবে কাজ করা আমার জন্য সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমি অনুষ্ঠানে এসেই বলেছিলাম যে চল্লিশ মিনিট থাকব। কিন্তু পাঁচজনের গান শেষ হয়ে যাওয়ার পর আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমার ইচ্ছা করছিল আরও কিছুটা সময় থেকে গান শুনি। ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষকে।’
পাশাপাশি রুনা লায়লার মতো বিশ্ববরেণ্য শিল্পীর পাশে বসে গান শুনতে পারার আনন্দও উপভোগ করেছেন প্রতিমন্ত্রী।