প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৫ পিএম
প্রথম ছবি এখনও
মুক্তি পায়নি। এরই মধ্যে দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ
খান। যশরাজ ব্যানারে নির্মিত হবে এ ছবি। শোনা যাচ্ছে এ ছবিতে জুনায়েদের বিপরীতে থাকবেন
দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী সাই পল্লবী। ছবির গল্প মূলত প্রেমের। রোমান্টিক জুটি
হয়ে পর্দায় আসবেন জুনিয়র খান ও পল্লবী। এমনই খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে।
বলিউডসূত্রের
খবর অনুযায়ী, এরই মধ্যে শুরু হয়ে গেছে এ ছবির প্রি-প্রোডাকশনের কাজ। সুনীল পাণ্ডের
পরিচালনায় ছবিটি তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।
জুনায়েদ বলিউডে
কাজ শুরুর আগে এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, ‘জুনায়েদ ছবিতে অভিনয় করবে কি না
সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। নিজের জীবন পরিচালনা করা এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া
উচিত। আমি তার হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমি এটি তার ওপর ছেড়ে দিয়েছি। তবে
আমি জানি জুনায়েদের অভিনয়ের প্রতি আগ্রহ আছে। সৃজনশীল জগতের প্রতিও ছোট থেকেই ওর ঝোঁক।
তবে সিনেমার থেকে থিয়েটার করতে বেশি আগ্রহী সে। অভিনেতা হিসেবে তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল
ও প্রতিভাবান বলে মনে করি আমি। সে চেষ্টা করলেই এখানে নিজের পথ খুঁজে নিতে পারবে।’
আমিরপুত্রের অভিনয়ের
প্রতি আগ্রহের কথা জানিয়ে সম্প্রতি এক গণমাধ্যমে বলেন, ‘আমার ছেলে হিসেবে সে কখনও আমার
কাছে কাজ চায়নি। আমিও কখনও তাকে কাজের প্রস্তাব দিইনি। ও নিজেই বিভিন্ন ছবির জন্য কাস্টিং
ডিরেক্টরদের কাছে গেছে। ১৫ বারের বেশি প্রত্যাখ্যাত হয়েছে। অবশেষে ও নিজের জোরেই একটা
চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। এর শুটিংও শেষ হয়েছে। আমি যদি চাইতাম আমার ছেলের জন্য
কাজ খুঁজে দিতে পারতাম বা কাউকে বলতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি বিশ্বাস করি
যদি কারও নিজস্ব প্রতিভা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। যদি কাজটা না জানে এবং
কাজের প্রতি সম্মান না থাকে তাহলে কিছুই হবে না। জুনায়েদও সেটা অনুধাবন করেছে। আমি
এজন্য খুশি। ওর সব ভালো কাজের জন্য শুভেচ্ছা রইল।’
২০১৭ সালে জার্মান
নাট্যকার ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামে মঞ্চনাটকে অভিনয় করেছিলেন
জুনায়েদ। এ ছাড়া তিনি মুম্বাইয়ের এইচআর কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের লস
অ্যাঞ্জেলেসের ‘আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট’ থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি
নিয়েছেন। এ ছাড়া ‘পিকে’ ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সহকারী হিসেবে কাজ করেছেন জুনায়েদ।