প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫১ পিএম
বছরের সবচেয়ে
বড় কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ইটিসি ইভেন্টস লিমিটেড। ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ শিরোনামের
এই কনসার্ট আজ ১৫ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)
৪ নম্বর হলে এটি অনুষ্ঠিত হবে। সেখানে মঞ্চ কাঁপাতে আসছে দেশসেরা আট রক ব্যান্ড। এতে
প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। এরই মধ্যে কনসার্টের সব ধরনের টিকিট বিক্রি
হয়েছে। তরুণ ব্যান্ড-পাগল শ্রোতাদের জন্য কনসার্টিতে থাকছে বেশ কিছু সারপ্রাইজ।
কনসার্টে তিন
ধরনের টিকিট রাখা হয়েছে। যেহেতু আয়োজনের শিরোনাম ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’। তাই স্কুলপড়ুয়া
ছাত্রছাত্রীদের জন্যও রাখা হয়েছে ব্যবস্থা। তাদের জন্য ৬০০ টাকা মূল্যের স্টুডেন্ট
টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে। তাই মোটামুটি সব বয়সের তরুণরা কনসার্টিতে কাঁধে কাঁধ মিলিয়ে
উপভোগ করতে পারবেন বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন কনসার্টের আয়োজক কমিটির
প্রধান মারুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘দ্য স্কুল অব রক ভলিউম ১ আমরা তরুণ ব্যান্ডভক্তদের
জন্য আয়োজন করছি। এখানে আগত সবাই বয়সে তরুণ শ্রোতা। কারণ এখন পর্যন্ত বিক্রি হওয়া সব
টিকিট সংগ্রহকারীর সবাই ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। কারণ শহুরে তরুণদের মধ্যে ব্যান্ড-সংগীতের
প্রতি ভালোবাসা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এ কারণে বর্তমানে যারা স্কুলের গণ্ডি
এখনও পার করেনি, তাদের জন্যও কনসার্ট উপভোগ করার ব্যবস্থা রেখেছি আমরা। তাই অর্ধেক
মূল্যে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও উপভোগ করতে পারবে ‘দ্য স্কুল অব রক ভলিউম
১’ কনসার্ট।’
এ সময় নব্বই দশকের
জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও ওয়ারফেজের গানের সঙ্গে বর্তমান প্রজন্মের আরও বেশি পরিচিত
করে দেওয়ার বিষয়েও কথা বলেন মারুফা। তিনি বলেন, ‘নগর বাউল জেমস আমরা যারা নব্বইয়ের
দশকে জন্ম নিয়েছি তাদের কাছে আবেগ ও ভালোবাসার নাম। সেই সঙ্গে ওয়ারফেজ তাদের গান দিয়ে
একটি সময় রক শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। দুটি দলই বর্তমান প্রজন্মের কাছে
ব্যাপক জনপ্রিয়। তাই আমরা চাই আমাদের প্রজন্মের পরে যারা আসবে, তারাও নব্বই দশকের সঙ্গে
বর্তমান ব্যান্ড দলগুলোকে কাছ থেকে ভালোবাসুক। সেই কারণে তারুণ্যের অতীত, বর্তমান ও
ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের এই আয়োজন।’
কনসার্টটিতে প্রধান
আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। সবাইকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায়
আবারও মঞ্চে উঠতে চাই। সবাই আসুন গান হবে আনন্দ হবে। দ্য স্কুল অব রক কনসার্টে আমি
ছাড়াও দেশসেরা আরও ছয় ব্যান্ড থাকবে। এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা
করছি।’
কনসার্টের আয়োজক
প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টসের সিওও সাজিদ আলী ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’-এর নামকরণ করেছেন।
তার মতে, এই শিরোনামে সব বয়সি ব্যান্ড শ্রোতাদের এক ছাদের নিচে যুক্ত করার এটাই মাধ্যম।
তিনি বলেন, ‘২০০৪
সালে মুক্তি পাওয়া জ্যাক ব্লাকের সিনেমা থেকে নামটি নেওয়া হয়েছে। আমার মনে হয়েছে অনেক
শিরোনামেই তো দেশে কনসার্ট হচ্ছে। আমাদের আয়োজনে যেহেতু ভিন্নতা রয়েছে। তাহলে সিনেমার
এই নাম থেকেই কনসার্টের শিরোনাম রাখি। সেখান থেকেই ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ রাখা।
এ ছাড়া এটি আমাদের প্রতিষ্ঠান থেকে প্রথম আয়োজন। তাই স্মরণীয় করে রাখতে আমরা কলেজ,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের জন্যও ব্যবস্থা রেখেছি।
আশা করছি সবাই নিরাপদে কনসার্টটি উপভোগ করতে পারবেন। তাই আগত সবার নিরাপত্তার কথা মাথায়
রেখে কনসার্টস্থলে আমাদের ৮০ জনের বিশাল এক ভলেন্টিয়ার দল থাকবে।’
‘দ্য স্কুল অব
রক ভলিউম ১’ কনসার্টে দেশের জনপ্রিয় রকব্যান্ড সোনার বাংলা সার্কাস পারফর্ম করবে। দলটির
ভোকালিস্ট প্রবার রিপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দ্য স্কুল অব রক ভলিউম ১ কনসার্টটি
ব্যক্তিগতভাবে আমার জন্য স্বপ্ন পূরণের মতো। কারণ ছোটবেলায় যার গান শুনে শুনে বড় হয়েছি,
যার নাম শুনলে আমাদের মধ্যে পাগলামি শুরু হয়ে যেত, সেই জেমস ভাইয়ের সঙ্গেই এবার এক
মঞ্চে গান গাইব। এর চেয়ে আনন্দের ও গর্বের আমার জন্য অন্য কিছু হতে পরে না।’
জেমস ছাড়াও দ্য
স্কুল অব রক কনসার্টে আরও অংশ নিচ্ছে ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা
সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক একে রাহুল।