× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এডিলেড ও পার্থে সোলসের কনসার্টে দর্শকের উচ্ছ্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০ পিএম

এডিলেড ও পার্থে সোলসের কনসার্টে  দর্শকের উচ্ছ্বাস

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকায় এডিলেড ও পার্থে দুটি কনসার্টে গান পরিবেশন করে সোলস। গত ২৩ সেপ্টেম্বর সোলস লাইভ ইন এডিলেড কনসার্টের আয়োজন করেছে আড্ডা। 

এদিন উডভিলে টাউন হলে সোলস প্রায় দুই ঘন্টা গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে। এর পরদিনই পার্থ শহরের-কারটিন থিয়েটারে প্রয়াসের আয়োজনে সোলস লাইভ ইন পার্থ কনসার্টে গান পরিবেশন করেন ব্যান্ডটি। এদিন সোলস দর্শকের পছন্দের গান গেয়ে শোনান। 

এই দুটি কনসার্টের মধ্যে দিয়ে সোলসের অস্ট্রেলিয়া সফর শেষ হলো। 

সুবর্ণ জয়ন্তীতে সোলসের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন,‘ দুটি শহরে একদিনের ব্যবধানে অনুষ্ঠান করেছি। সত্যি বলতে কী? আমরা শ্রোতাদের গান শোনাতেই এই পরিশ্রম করছি। দর্শকরাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দর্শকরা সোলসের গানগুলো উপভোগ করেছে।’

এবারের অস্ট্রেলিয়া সফরটি পার্থ বড়ুয়ার কাছে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে এই গায়ক ও সঙ্গীত পরিচালক বলেন,‘মেলবোর্নের কনসার্টে সোলসের ৫০ বছর পূর্তিতে একমঞ্চে নকীব ভাইকে পেয়েছি। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে আমার একমাত্র কন্যা রূপা বড়ুয়া সোলসের সঙ্গে গান করেছে। সবাই তাকে উৎসাহ দিয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। কন্যার সঙ্গে স্টেজে গাইব, এটা কল্পনা করিনি। সত্যিই আমার জন্য অনেক স্পেশাল।’

চলতি সপ্তাহে পুরো সোলস টিম দেশে ফেরার কথা রয়েছে। এবারের সফরে সোলস টিমে রয়েছেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, শেখ আহাসানুর রহমান আশিক, মারুফ হাসান রিয়েল। সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান। প্রসঙ্গত, সোলস সুবর্ন জয়ন্তী উপলক্ষে পাঁচটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো ও হাওয়াই মিঠাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা