× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরশাদের বায়োপিক বানাবেন বিদিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৩:০৪ পিএম

এরশাদের বায়োপিক বানাবেন বিদিশা

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সিনেমা বানাতে আগ্রহের কথা প্রকাশ করলেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিদিশা তার এই ইচ্ছের কথা জানিয়ে বলেন, ‘আমাদের দেশের ডিরেক্টর ও আর্টিস্টরা এখন অনেক ক্রিয়েটিভ। তারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন। আমার মনে হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেক কিছু জানতে পারবে। আমি আশাবাদী, দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারব।’

বিদিশা আরও বলেন, ‘‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি বই লিখেছিলাম। বইটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কাজ করতে চেয়েছিলেন। বইটি আমার বায়োগ্রাফি। এতে ডেফিনেটলি বিশাল জায়গাজুড়ে আমার জীবনে এরশাদ সাহেব আছেন। এখন আমি চিন্তাভাবনা করছি হুসেইন মুহম্মদ এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়!’

সাক্ষাৎকারে বিদিশা আরও জানান, সম্প্রতি মুক্তি পাওয়া জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তার ভাষ্যÑ শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে, সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো থান্ডার হয়ে গেছি। যারা এখানে অভিনয় করেছে, তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছে। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কী লস করেছেন।

এ সময় বিদিশা মুজিব সিনেমার টিকিটমূল্য নিয়ে আপত্তি তুলে বলেন, ‘আমি ৫০০ টাকা টিকিট কেটে এই সিনেমা দেখেছি। আমার কাছে মনে হয়েছে টিকিটের মূল্য বেশি। তাহলে সাধারণ মানুষ কি এই সিনেমা দেখতে হলে আসবে না?’

বিদিশা এরশাদ মনে করেন, মেহনতি মানুষ থেকে শুরু করে পরবর্তী জেনারেশন যেন ‘মুজিব’ সিনেমা দেখতে পারে সেই ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, প্রত্যেক জেলায় যদি সিনেমাটি দেখানো যায়, তাহলে আরও ভালো হতো। টিকিটের মূল্য আরও কমানো উচিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা