× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে ‘আজব ছেলে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৩:৫৭ পিএম

মুক্তি পাচ্ছে ‘আজব ছেলে’

মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘আজব ছেলে’ অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘আজব ছেলে’। দীর্ঘদিন ধরে সিনেমাটির কাজ সম্পন্ন হলেও মুক্তির তারিখ নিয়ে ছিল নানা জটিলতা। এবার মুক্তির তারিখ ঘোষণা করলেন সিনেমার নির্মাতা ও চিত্র্যনাট্যকার মানিক মানবিক। ১৯ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

শুরুর দিকে সিনেমাটির নাম ছিল ‘ছেলেটি অদ্ভূত’। নাম পরিবর্তন করে ‘আজব ছেলে’ রাখা হয়েছে। মানিক মানবিক পরিচালিত এ সিনেমা প্রশংসার সঙ্গেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ। মুহম্মদ জাফর ইকবালের সাহিত্য অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মানিক মানবিক। 

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে অথৈ বলেন, ‘শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল স্যারকে। তিনি আমাকে প্রথম সিনেমাতে অভিনয় করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার দেখানো পথেই হাঁটার চেষ্টা করছি, অভিনয় শেখার চেষ্টা করছি।

‘কাজ করতে গেলেই যে শুধু তাকে মনে পড়ে, এমনটি নয়, বলা যায় প্রতিনিয়তই তাকে মনে পড়ে। তার ‘কালবেলা’ সিনেমাতে অভিনয়ের জন্য আমি কিছুটা হলেও প্রশংসিত হয়েছি। স্যার বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন। ‘আজব ছেলে’ মূলত একটি শিশুতোষ চলচ্চিত্র। আমি এতে মলি চরিত্রে অভিনয় করেছি। যে বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতি একটি মেয়ে। সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তার কাছ থেকেও অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখেছি, জেনেছি। পরিচালকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা রইল। অবশেষে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে। আশা করছি গল্পটি দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাটি নিয়ে নির্মাতা মানিক মানবিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কাজটি আমরা সবাই হৃদয় দিয়ে করেছি। ২০২২ সালে সেন্সর থেকে কোনো কর্তন ছাড়াই আমাদের ছাড়পত্র দেওয়া হয়। এরপর মুক্তির তারিখ নিয়ে আমরা নানা চিন্তাভাবনা করি। অবশেষে মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে। আশা করছি, দর্শকদের একটি মানবিক গল্প উপহার দিতে পারব। সবাইকে নভেম্বরের ১৯ তারিখ প্রেক্ষাগৃহে আমন্ত্রণ রইল।’

অথৈ ছাড়াও সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী।

অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তৌকির আহমেদ, সাজু খাদেম ও ফকির বিপ্লবকে। এ ছাড়াও অভিনয় করেছেন মনিরুজ্জামান ফিরোজ, সানজিদা লতা, স্বর্ণ সাহা, শহিদুল শামীম। সিনেমার সংগীত পরিচালক হিসেবে আছেন সানী জুবায়ের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা