× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশীথ সূর্যের দেশের আমন্ত্রণে সুমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১১:৫৯ এএম

নরওয়েতে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি

নরওয়েতে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি

আন্তর্জাতিক সংগীতবিষয়ক সম্মেলনে যোগ দিতে নরওয়েতে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি। নিশীথ সূর্যের দেশটির ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেডের আমন্ত্রণ পেয়েছেন তিনি। গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হচ্ছেন তিনি। তবে এবারের যাওয়াটা সুমির কিছুটা অন্যরকম। 

জানা গেছে, সুমি ছাড়াও এ কনফারেন্সে যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মিউজিক এক্সপার্টরা। দশ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন সুমি। সংগীতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।

সুমি বলেন, ‌‘বাংলা গানের সঙ্গে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশে কাজ করছি। প্রায় ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করছি। সেই অভিজ্ঞতা শেয়ার করব সংগীত সম্মেলনটিতে। পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছেÑ এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়। পৃথিবী আমাদের ভাবনার চেয়ে অনেক বড় এবং সেখানে আমাদের সবার জায়গা থেকে বিস্তৃত কাজের সুযোগ রয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহারে নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের, গর্বের।’

প্রথমত শিল্পী এবং দ্বিতীয়ত নারীশিল্পী হিসেবে দীর্ঘদিন মিউজিক ইন্ডাস্ট্রিতে পথচলার অভিজ্ঞতাটাও অনেককে অনুপ্রাণিত করবে হয়তো। সে বিষয়ে কথা বলব। কথা হবে বাংলাদেশের মিউজিক, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইস্যুতে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ‘নদীরক্স প্রজেক্ট’ নিয়ে, এ যাত্রার আদ্যোপান্ত নিয়ে’Ñ যোগ করেন সুমি।

উল্লেখ্য, চিরকুট নিয়ে নানা দেশে কনসার্ট করার পাশাপাশি এর আগে ভারত, শ্রীলঙ্কা, নরওয়ে, পর্তুগালের বিভিন্ন সংগীতবিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন সুমি। এই শিল্পী জানান, অনুষ্ঠিতব্য এ আয়োজনে ৩ নভেম্বর সায়েন্টিফিক কনফারেন্সের ‘স্ট্র্যাটেজি অ্যান্ড সাস্টেইনেবিলিটি ইন মিউজিক বিজনেস’ শীর্ষক সেশনে বক্তব্য রাখার পাশাপাশি তার প্রস্তাবনা উত্থাপন করবেন। ৭-৮ নভেম্বর ‘রোল অব উইমেন ইন মিউজিক ইন্ডাস্ট্রি’ সেশনে নারী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। 

সবশেষে ৯-১০ নভেম্বর অংশ নেবেন ‘মিউজিক অ্যান্ড ক্লাইমেট কেয়ার’ শীর্ষক সেশনে। এটি অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। এ ছাড়া ইউনিভার্সিটি অব সাউথ ইস্ট নরওয়েতে ড. সুলভাই কোরামের আমন্ত্রণে নরডিক কালচারাল পয়েন্টের সদস্যদের সঙ্গে ‘নদীরক্স’ ও ‘ক্লাইমেট কেয়ার’ নিয়ে সচেতনতার জায়গা থেকে আরও একটি সেশনে কথা বলবেন সুমি। সব ঠিক থাকলে ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এ যাত্রায় ডেনমার্ক হয়ে নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিনল্যান্ডে কয়েকটি মিটিংয়ে অংশ নেবেন সুমি। ১৬ নভেম্বর দেশে ফিরে যোগ দেবেন নতুন কনসার্টে। যাওয়ার আগে ২৫ অক্টোবর রাজশাহীতে এবং ২৬ অক্টোবর আর্মি স্টেডিয়ামে চিরকুট নিয়ে দুটি কনসার্ট করে যাবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা