× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক সিনেমায় ১০ নায়ক

ভারতীয় নির্মাতা বানাবেন ‘অপারেশন জ্যাকপট’

প্রবা প্রতিবেদক 

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৫:০৭ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৮ পিএম

‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় থাকবে ১০জন নায়ক। ছবি- সংগৃহীত

‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় থাকবে ১০জন নায়ক। ছবি- সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বড় অংশজুড়ে আছে ‘অপারেশন জ্যাকপট’। মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। এই ঘটনাটি নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মাণ হচ্ছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। অবশেষে শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির। সকল আলোচনার সমাপ্তি ঘটিয়ে ছবি টি পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস।

চলচ্চিত্রটি তৈরিতে প্রথমে উদ্যোগ নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। সেই সময় পরিচালক গিয়াসউদ্দিন সেলিমকে চিত্রনাট্য তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ছবিটি পরিচালনা করবেন বলেও জানা যায়। তবে গেল বছরে নতুন করে সিনেমাটি নির্মাণের দায়িত্ব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের হাতে যায়। তখন টেন্ডারের মাধ্যমে ‘অপারেশন জ্যাকপট’নির্মাণের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস দায়িত্ব পায়। বাদ পড়েন দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে গবেষণা করে আসা ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তার স্থানে সিনেমাটির পরিচালনার দায়িত্ব পান রাজীব কুমার।   

নিজের নির্মাণের বিষয়টি দেশের গণমাধ্যমে রাজীব নিজেই নিশ্চিত করেন। সিনেমাটির বিস্তারিত তথ্য জানিয়ে রাজীব বলেন, এরই মধ্যে আমি ছবিটির চিত্রনাট্যসহ চরিত্র নির্বাচন করেছি। গল্পের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন এ সময়ের ঢাকাই ছবির নামি ১০ নায়ক। ২০ নভেম্বর থেকে এফডিসিতে সেট নির্মাণ করবেন কলকাতার অতনু এবং বাংলাদেশের ফারুক। ১ ডিসেম্বর হবে ছবির মহরত। সেদিন উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই ১০ নায়ক। এই ১০ নায়কের মধ্যে রয়েছেন অনন্ত জলিল, তিনিই অভিনয় করবেন ছবির প্রধান চরিত্রে। এ ছাড়া আরও থাকবেন রিয়াজ আহমেদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, নিরব হোসেন, মামনুন হাসান ইমন, আব্দুন নূর সজল, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান ও জয় চৌধুরী। রিয়াজ, রোশান ও নিরবের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও অন্য সাত অভিনেতা এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।’

রাজীব আরও জানান কলকাতা ছাড়া ঢাকা, গাজীপুর, মোংলা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হবে সিনেমার শুটিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা