× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানে মুগ্ধতা ছড়ালেন তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানে মুগ্ধতা ছড়ালেন তারা

গেল ১৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেলজাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনেত্রী-পরিচালক রোজিনা। তবেওরা ১১ জন’খ্যাত অভিনেতা খসরু অনুষ্ঠানে আজীবন সম্মাননা গ্রহণ করতে আসেননি।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক-নায়িকা ফেরদৌস পূর্ণিমা। ফেরদৌস পূর্ণিমা এর আগেও কয়েকবার একই অনুষ্ঠানের উপস্থাপনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সংগীত পরিবেশন করেন কনা-ইমরান (দিয়েছি তোকে দিল দিল দিল), সাব্বির-লিজা (তুমি যে আমার কবিতা), বালাম-কোনাল ( প্রিয়তমা), ঐশী (মায়ারে মায়ারে, দুষ্টু পোলাপাইন)

ছাড়া অনুষ্ঠানে গানে গানে পারফর্ম করেন সাবা-নূর, নুসরাত ফারিয়া (একক পরিবেশনা), সাইমন-দীঘি, অপু বিশ্বাস-তমা মির্জা, জায়েদ খান-আঁচল সাদিয়া ইসলাম মৌ। পুরো সাংস্কৃতিক পর্বই প্রধানমন্ত্রী ভীষণ আন্তরিকতা নিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানে মীর সাব্বির তারিন জাহানের অভিনয়ে সবচেয়ে বেশি মুগ্ধ হন প্রধানমন্ত্রী। পারফরম্যান্সের শেষ পর্যায়ে তারা দুজন প্রধানমন্ত্রীর কাছে চলে যান। তখন হলভর্তি দর্শকের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে পারফর্ম করা প্রসঙ্গে লিজা-সাব্বির বলেন, ‘এর আগেও আমরা কয়েকবার একসঙ্গে এই একই মঞ্চে পারফর্ম করেছি। সত্যিই এটা পরম সৌভাগ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গান গাইতে পারা। এবার আমরা দুজনতুমি যে আমার কবিতাগানটি পারফর্ম করেছি এবং দেখেছি যে আমাদের মমতাময়ী মায়ের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গানটি উপভোগ করেছেন।

ফেরদৌস-পূর্ণিমা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করাটা সত্যিই ভীষণ সম্মানের এবং গর্বের। আমরা দুজন এর আগেও একই অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। আমরা সব সময়ই এই অনুষ্ঠানে আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। তবে বিগত দিনের চেয়ে এবারের সাংস্কৃতিক পর্ব যেমন এককথায় দারুণ ছিল; আমরা দুজনও ভীষণ আন্তরিকতা নিয়ে উপস্থাপনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের উপস্থাপনা বেশ উপভোগ করেছেন।’

কনা-ইমরান বলেন, ‘সারা বছরই তো আসলে স্টেজ শো’-তে পারফর্ম করি। কিন্তু এটা সত্যি যে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করাটা শিল্পী হিসেবে যেন এটাও এক ধরনের প্রাপ্তি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা