× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসান জাহাঙ্গীরের নাটকে আবুল হায়াতের চার বউ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ২০:১৮ পিএম

হাসান জাহাঙ্গীরের নাটকে আবুল হায়াতের চার বউ

সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’। এতে অভিনয় করেছেন একঝাঁক অভিনয়শিল্পী। তবে নাটকে বিশেষ চমক হিসেবে রয়েছেন আবুল হায়াত, ডলি জহুল, দিলারা জামান, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম ও চিত্রলেখা গুহ-এর মতো শিল্পীরা। 

ধারাবাহিকটি রচনার পাশাপাশি নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর।

নাটকে দেখা যায়, ইমতিয়াজ চৌধুরী ভাই-বোনের অর্থ আত্মসাত করে নিজের নামে লিখিয়ে নেন। এর ফলে তিনি শহরের অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। বাড়ি-গাড়ি, কারখানা, হাসপাতালসহ বিভিন্ন ধরনের ব্যবসা মিলিয়ে বেশ ভালোই দিন যেতে থাকে তার। 

তবে আর্থিকভাবে সচ্ছল হলেও তাকে প্রায়ই সাংসারিক অশান্তিতে থাকতে হয়। একে একে চারটি বিয়ে করলেও তার কোনো সন্তান নেই। তা নিয়ে ইমতিয়াজ চৌধুরীর চিন্তার অন্ত নেই। একদিকে সন্তানের জন্য হাহাকার, অন্যদিকে মানসিক বিকারগ্রস্ত বোনকে নিয়ে বড় বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত তিনি কীভাবে এতগুলো সমস্যার মোকাবিলা করেন, তা নিয়ে এগিয়ে যায় গল্প।

নাটকে ইমতিয়াজ আলীর চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এখানে তার চার স্ত্রীর চরিত্রে আছেন দিলারা জামান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি ও সাবেরী আলম। এতে চিত্রলেখা গুহ অভিনয় করেছেন আবুল হায়াতের প্রেমিকা চরিত্রে৷ 

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এখন তো আসলে নাটকে নিয়মিত কাজ করা হয় না। আবার নাটকে আমাদের মতো সিনিয়র শিল্পীদের কাজ করার সুযোগই কম থাকে। তারপরও কেউ কেউ ভীষণ আগ্রহ নিয়ে আমাদের নাটকের গল্পে চরিত্র সৃষ্টি করে নাটক নির্মাণ করতে চায়। হাসান জাহাঙ্গীরের মধ্যে সেই আগ্রহটা লক্ষ করেছি এবং এই নাটকের গল্প বলা যায় আমার চরিত্রটিকে কেন্দ্র করেই।

যে কারণে আসলে অনেক জটিলতার মধ্যেও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি। হাসান জাহাঙ্গীর বেশ শ্রম দিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করছে। দেখা যাক, নাটকটি প্রচারে এলে হয়তো দর্শকের ভালো লাগবে।’ 

দীর্ঘসময় পর ধারাবাহিকে আবারও অভিনয় করে বেশ উচ্ছ্বসিত ডলি জহুর বলেন, ‘একমাত্র ছেলে, ছেলের দুই সন্তান অর্থাৎ আমার আদরের দুই নাতি-নাতনিকে রেখে আবারও দেশে ফিরে আসতে কষ্ট হয়েছে। তবে এই নাটকে অনেক সহশিল্পীর সঙ্গে দেখা হয়ে গেল। যা আমার সব মনখারাপ দূর করে দিয়েছে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

নাটকটিতে আরও অভিনয় করেছেন চাঁদনী, শাহেদ শরীফ, শাদিক খান দিলু, হাসান জাহাঙ্গীরসহ অনেকে। 

এ নাটকের পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানান, আগামী ১৯ নভেম্বর থেকে বৈশাখী টিভিতে ধারাবাহিকটি প্রচার হবে।


প্রবা/এসএস/এলএ/জহির

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা