× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেশি পারিশ্রমিক পান যে বর্ষীয়ান তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৪:৪১ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ১৮:১৯ পিএম

বেশি পারিশ্রমিক পান যে বর্ষীয়ান তারকারা

বলিউড ইন্ডাস্ট্রিতে কৃতি, রাজকুমার, আয়ুষ্মান খুরানার মতো নবাগত তারকাদের আগমন যেমন ঘটছে; তেমনই বরুণ, আলিয়া, জাহ্নবীর মতো বহু স্টার দাপিয়ে বেড়াচ্ছেন সিনেজগৎ। উপার্জনের তালিকায় এ তারকাদের অনেকেই রয়েছেন শীর্ষস্থানে। তবে পুরোনো দিনের তারকারাও কম নন। নবাগতদের রীতিমতো টক্কর দিয়ে অভিনয় করছেন তারা। পারিশ্রমিকের দিক থেকেও পিছিয়ে নেই বলিউডের ‘বর্ষীয়ান’রা। আর সে তালিকাটাই এবার এক নজরে দেখে নেওয়া যাক

অমিতাভ বচ্চন

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গুডবাই’ নামে একটি সিনেমা। এতে রাশ্মিকা মান্দানা, নীনা গুপ্তর পাশাপাশি অভিনয় করে দর্শকের মন জিতেছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রথম পর্বে অভিনয় করেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন অমিতাভ। জানা গেছে, ‘গুডবাই’ সিনেমায় অভিনয়ের জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

নাসিরুদ্দিন শাহ

বলিউডে মূলধারার সিনেমায় নাসিরুদ্দিন শাহ অভিনয় শুরু করেন ১৯৮০ সালে। কাজ করেছেন পরিচালক হিসেবেও। নবাগতদের সঙ্গে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘দ্য তাশখন্দ ফাইলস’-এ পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘গেহরাইয়াঁ’ সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা গেছে নাসিরুদ্দিনকে। এ সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

রত্না পাঠক শাহ

‘সারাভাই ভার্সাস সারাভাই’ ধারাবাহিকের ‘মায়া’ চরিত্রের কথা মনে পড়ে? যেখানে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন নাসিরুদ্দিন-পত্নী রত্না পাঠক শাহ। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। সম্প্রতি ‘জায়েশভাই জোরদার’-এ পার্শ্বচরিত্রে অভিনয় করে ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

নীতু কাপুর

ছয় বছর বয়স থেকেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঋষি-পত্নী নীতু কাপুর। অমিতাভ, শত্রুঘ্ন, শশী কাপুর, ঋষি কাপুরের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন খুব অল্প বয়স থেকেই। ২০১৩ সালে ‘বেশরম’ সিনেমায় অভিনয়ের নয় বছর পর নীতুকে আবার বড়পর্দায় দেখা গেছে ‘যুগ যুগ জিয়ো’ সিনেমায়। যেখানে ১ কোটি ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

 ধর্মেন্দ্র

‘ড্রিম গার্ল’ সিনেমার ‘অনুপম ভার্মাই হোক বা ‘শোলে’র ‘বীরু’— ছয় দশকে ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ভারতীয় সিনেমার ‘হিম্যান’ বলা হয় তাকে। আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ও রণবীরকে।

অনুপম খের

ক্যারিয়ারের শুরুতে বেশিরভাগ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন অনুপম খের। পরবর্তীতে পরিচালনার কাজও শুরু করেন। সম্প্রতি তেলেগু সিনেমা ‘কার্তিকিয়া’র দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন অনুপম। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এও দেখা গেছে তাকে। এ সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

এই বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা তাদের জীবনের সোনালি সময়, মেধা ও শ্রম ইন্ডাস্ট্রিতে ব্যয় করেছেন। জীবনের পড়ন্ত বেলায়ও তারা নিজগুণে সমুজ্জ্বল। এখনও তাদের কেন্দ্র করে তৈরি হয় চিত্রনাট্য, নির্মিত হয় ব্যবসাসফল সিনেমা। আর তাইতো শেষ বয়সেও তারা পান আকাশছোঁয়া পারিশ্রমিক।


প্রবা/টিএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা