× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকের বছরই আলোচিত নীহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪১ পিএম

অভিষেকের বছরই আলোচিত নীহার

অভিনয়ের দুনিয়ায় পা রেখেই বাজিমাত করতে সবাই পারেন না। বলা হয়, তারকা হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। ব্যাপক মেধা প্রতিভা নিয়েও অনেকে থেকে যান আলোচনার বাইরে। স্টারডমের দেখা পান না। আবার কেউ কেউ খুব সহজেই পৌঁছে যান দর্শকের হৃদয়ে। তেমনই ভাগ্য প্রজন্মের নবাগত অভিনেত্রী নাজনীন নাহার নীহার। চলতি বছরের ভালোবাসা দিবসে অভিনয়ের দুনিয়ায় অভিষেক তার। প্রথম কাজেই বাজিমাত! আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাকে ঘিরে আগ্রহী হয়ে ওঠেন নির্মাতা প্রযোজকরা। সেই ধারাবাহিকতায় বছরজুড়েই নীহা হয়েছেন অনেক নন্দিত কাজের অভিনেত্রী।

বছরের শেষ প্রান্তে মিজানুর রহমান আরিয়ানেরহৃদয়ে হৃদয়’ নাটকে অনবদ্য অভিনয় করে আলোচনার ধারাবাহিকতায় রয়ে গেলেন তিনি। চলতি বছরের ভালোবাসা দিবসে প্রবীর রায়চৌধুরী পরিচালিতলাভ সেমিস্টার’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করে দর্শকের মনে মুগ্ধতা ছড়ান তিনি। এরপর একে একে তার অভিনীত আরও চারটি নাটক মোস্তফা কামাল রাজেরঅনুরাগ’, মাহমুদুর রহমান হিমিরসুইট প্রবলেম’, মিফতাহ আনানেরমাই ডিয়ার লিডার’, মিজানুর রহমান আরিয়ানেরহৃদয়ে হৃদয়’ প্রচারে এসে যেন বাজিমাত করে দিয়েছেন নীহা। এর মধ্যে আরও দুটি ভালো গল্পের নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়। একটি মিফতাহ আনানেরএকবার বলো ভালোবাসি’, অন্যটি আতিক সজীবেরবেইমান’।

একজন নবাগত অভিনেত্রী হিসেবে আলোচনায় আসার কারণে গেল সেপ্টেম্বর নীহা ভূষিত হয়েছেনবাবিসাস সম্মাননা’য়। নীহার স্বপ্ন একজন সু-অভিনেত্রী হওয়ার। নীহা বলেন, ‌‘অল্প দিনেই দর্শকের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। আমি কৃতজ্ঞ আমার প্রতিটি নাটকের নির্মাতা, সহশিল্পী ক্রুদের প্রতি। আমার স্বপ্ন একজন সু-অভিনেত্রী হওয়ার। পাশাপাশি ব্যবসা করারও স্বপ্ন আমার। সবার দোয়া চাই।’

নীহা এরই মধ্যে জিপি প্রাণের দুটি ভিন্ন বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। ছাড়া ইমরানেরওরে জান’ গানটিতেও মডেল হয়ে মুগ্ধ করেছেন দর্শককে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা