× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসে অন্তত একবার মঞ্চে থাকবেন চঞ্চল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১৭ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:০১ পিএম

মাসে অন্তত একবার মঞ্চে থাকবেন চঞ্চল

এ মুহূর্তে কলকাতায় আছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা চঞ্চল চৌধুরী। কলকাতায় টানা দুই দিন মামুনুর রশীদ নির্দেশিত আলোচিত মঞ্চনাটক রাঢ়াংয়ের ছয়বার মঞ্চায়নে অভিনয় করেছেন চঞ্চল। কলকাতার দর্শকের মঞ্চনাটকের প্রতি ব্যাপক আগ্রহ চঞ্চল চৌধুরীকে ভীষণ আবেগাপ্লুত ও মুগ্ধ করেছে।

যেখানে দুই দিনে চারটি শো হওয়ার কথা ছিল, সেখানে দর্শকের আগ্রহে আরও দুটি শো বাড়াতে বাধ্য হয়েছেন নির্দেশক মামুনুর রশীদ। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ সিনেমা দেখার জন্য যেমন সকাল থেকেই টিকিট কাটতে দর্শকের লাইন ছিল তেমন রাঢ়াং উপভোগ করার জন্যও ঠিক এমন লাইনে দাঁড়াতে হয়েছিল দর্শককে। কলকাতা থেকে মোবাইলে গতকাল রাঢ়াংয়ের মঞ্চায়ন প্রসঙ্গে বলতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আমার নাট্যগুরু শ্রদ্ধেয় মামুনুর রশীদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম ঢাকার বাইরে বিশেষত কলকাতায় রাঢ়াং বা অন্য কোনো মঞ্চনাটক নিয়ে দর্শকের এমন উপচে পড়া ভিড় ছিল কি না। তিনি বললেন, এমন দৃশ্য কখনও চোখে পড়েনি। বিষয়টা আমার মনে দাগ কেটেছে। দুই দিনে ছয়টা শো করতে আমাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু দর্শককে আনন্দ দিতে পেরেছি, এটাই শান্তির।’

চঞ্চল মনে করেন, একজন সত্যিকারের অভিনেতা হতে হলে মঞ্চে অভিনয় করাটা ভীষণ জরুরি। মঞ্চে অভিনয়ের চর্চাটা না থাকলে অভিনয়ের অন্যান্য শাখায় নিজেকে সেভাবে বিকশিত করা যায় না। এ অভিনেতা বলেন, ‘মঞ্চের প্রতি অভিনয়শিল্পীদের মনোযোগ বাড়াতে হবে। আমিও সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে মাসে অন্তত একবার হলেও মঞ্চে অভিনয় করব। তাতে নতুন প্রজন্মের শিল্পীদের মঞ্চে অভিনয়ে আগ্রহ বাড়বে। মঞ্চের সঙ্গে আমারও নিয়মিত একটা যোগায়োগ থাকবে। এটা সত্যি যে আমি কিন্তু মঞ্চ থেকে কখনও সরে যাইনি। নানান সময়ে সময় দেওয়ার চেষ্টা করেছি।’

চঞ্চল চৌধুরী জানান, গতকাল তার পরিবারের সদস্যরাও কলকাতা পৌঁছে গেছেন। আরও কটা দিন কলকাতায় ঘুরে বেড়ানোর পর ২ জানুয়ারি দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি নতুন নতুন কাজের জন্য গল্প শুনবেন।

এদিকে ‘দম’ নামে একটি সিনেমার কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। তার সর্বশেষ অভিনীত আলোচিত সিনেমা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। কলকাতায় মুক্তি পাবে ‘পদাতিক’ সিনেমাটি। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটিতে চঞ্চলকে দেখা যাবে বাংলা সিনেমার কিংবদন্তি মৃণাল সেনের চরিত্রে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা