× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অভাব’ নিয়ে আসছেন তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ০৮:৪২ এএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১১:১৪ এএম

‘অভাব’ নিয়ে আসছেন তারা

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্মাতা আবুল হায়াত। নতুন ইংরেজি বছরে প্রচার হতে যাচ্ছে তার নতুন টেলিফিল্ম। নাম ‘অভাব’। এতে গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। টেলিফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নবাগত আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল ও এ প্রজন্মের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মুসকান।

টেলিফিল্মটি পরিচালনা করেছেন অনন্য ইমন। চিত্রনাট্যকার আল আমিন স্বপন। চিত্রনাট্যকার বলেন, ‘মূলত মানুষের জীবনে ভালোবাসা এবং টাকার অভাব এ দুটো প্রেক্ষাপট আমি তুলে ধরে গল্পটি রচনা করেছি। যেখানে দেখা যাবে আবুল হায়াত শহরের একজন ব্যবসায়ী মানুষ, তার অনেক টাকা আছে। আর গ্রামের সাধারণ একটি পরিবার সোহেল ও তানিয়ার সংসার। যাদের সংসার ঘিরে অনেক ভালোবাসা আছে কিন্তু রয়েছে অভাব। একটা সময় আবুল হায়াত বুঝতে পারেন তার টাকা থাকলেও তার ভালোবাসার অভাব রয়েছে। তিনিই মূলত অভাবী।’

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গল্পটা খুব ভালো লেগেছে। স্বপনকে ধন্যবাদ চমৎকার এ গল্পের জন্য। ইমন মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছে। তানিয়া বৃষ্টি এর আগে আমার সঙ্গে একটি কাজ করেছিল। এটা তার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। এক কথায় বৃষ্টি খুবই ভালো অভিনয় করেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে তার অভিনয়। সোহেলও ভালো করার চেষ্টা করেছে। ছোট্ট মুসকানও ভালো করেছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে; যা দর্শকের কাছে ভালো লাগবে বলে আশা করি।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘গেল বছরের শেষ কাজ ছিল এটি। কিন্তু শেষ কাজটিই আমার জন্য ছিল অনেক বড় প্রাপ্তি। কারণ একটি দৃশ্যে আবুল হায়াত স্যারের সঙ্গে অভিনয়ের পর তিনি উঠে এসে আমার মাথায় হাত রেখে বলেছিলেনÑ খুব ভালো করেছ, তোমার জন্য অনেক দোয়া। স্যারের কাছ থেকে এমন কথা শুনতে পারা এক জীবনে অনেক বড় প্রাপ্তি। আমার কাছে তো মনে হলো স্যারের দোয়াই আমার অভিনয় জীবনের অনেক বড় অ্যাওয়ার্ড।’

পরিচালক অনন্য ইমন বলেন, ‘আমি সব সময়ই গল্পের প্রতি মনোযোগ দিই, শিল্পী নির্বাচনেও সচেতন থাকি। আবুল হায়াত স্যারকে নিয়ে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত আমি। স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ 

তিনি জানান, আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে অভাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা