× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোলসের ‘নতুন শহর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম

সোলস

সোলস

নতুন বছরে নতুন গান প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। গানের শিরোনাম ‌‘নতুন শহর’। গানটি লিখেছেন লন্ডনপ্রবাসী শেখ রানা। সুর সংগীত করেছেন পার্থ বড়ুয়া। মঙ্গলবার রাতে গানটি সোলসের অফিসিয়াল  পার্থ বড়ুয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।

গত বছর সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডন সফরে গিয়েছিল। বার্মিংহামে সোলসের একটি অনুষ্ঠানে আসেন শেখ রানা। সেখানেই নতুন শহর গানটির পরিকল্পনা হয়। গানটির ভিডিও ধারণ করা হয়েছে বার্মিংহামের বিভিন্ন লোকেশনে। গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ ‘আমরা বলেছিলাম ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশ করব। এরই ধারাবাহিকতায় নতুন শহর গানটি প্রকাশ করেছি। গানটি এক দিনের সিদ্ধান্তে করা হয়। বিদেশে বসে প্রফেশনাল স্টুডিওতে গান রেকর্ডিং করা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’

এই গায়ক আরও বলেন,‌ ‘শেখ রানার মাধ্যমে জানতে পারি তৌফিক আহমেদ বার্মিংহামপ্রবাসী। তার সঙ্গে কথা বলে পরদিন রেকর্ডিং স্টুডিও বুক করা হয়। এক দিনের মধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়। স্টুডিং বুকিংয়ের জন্য তিতাসের প্রতি কৃতজ্ঞতা।’

বার্মিংহামের বি দ্য সাউন্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন জেনিস ক্রাউকলিস। নতুন শহর গানটির সার্বিক সহযোগিতায় ছিলেন টিঅ্যান্ডটি কনসালট্যান্সির কর্ণধার ইফতেখার।

প্রসঙ্গত, সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতটি গান প্রকাশ হয়েছে। তালিকায় রয়েছে কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো, হাওয়াই মিঠাই, সাগরের প্রান্তরে, বন্ধ হয়ে গেছে, যত প্রেম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা