× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চম্পার দিনকাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৫৫ এএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০৩ পিএম

চম্পার দিনকাল

বেশ কিছুদিন হলো অভিনয়ে দেখা যায় না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা চম্পাকে। মুহূর্তে তিনি পরিবার নিয়েই ব্যস্ত আছেন। কদিন পরই তার ভাই আসবেন আমেরিকা থেকে। তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। যে কারণে আপাতত কোনো কাজই হাতে নিচ্ছেন না চম্পা। ভাই চলে যাওয়ার পর তিনিও কিছুদিনের জন্য আমেরিকা যাবেন বলে জানালেন। সেখান থেকে ফিরে এসে তিনি অভিনয়ে নিয়মিত হতে চান।

চম্পা বলেন, ‘নিয়মিতই অভিনয়ের প্রস্তাব আসে। বেশ ভালো ভালো গল্পের কাজ করার প্রস্তাব আসে। কিন্তু সব মিলিয়ে করা হয়ে ওঠে না। অবশ্যই আমি যে চরিত্রে অভিনয় করব তার প্রতি আগ্রহ জন্মাতে হবে। তো আপাতত আমি অভিনয় নিয়ে ভাবছি না। যে কারণে এখন কেউ কেউ যোগাযোগ করলেও না করে দিতে হচ্ছে।’

কাজে নিয়মিত হতে সুন্দর পরিবেশও জরুরি বলে দাবি করেন চম্পা। তিনি বলেন, ‘যখন আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে খুঁজে পাব, তখন কাজ করব। শুধু কাজই তো আসল কথা নয়, একজন শিল্পীকে সেটে ঠিকঠাক সম্মান দেওয়া, সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করাটা জরুরি; যা আজকাল খুব কমই চর্চা হয়। এখন আর টুকটাক কাজ করতে চাই না। গল্প এবং চরিত্র ভালো লাগলে তবেই অভিনয়ে আবার নিয়মিত হতে চাই।’

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শিবলী সাদিক পরিচালিত সুচন্দা প্রযোজিততিন কন্যাছবি দিয়ে বড়পর্দায় যাত্রা করেন চম্পা। একটিমাত্র ছবিতেই চম্পার অভিনয়ের ইচ্ছে থাকলেও এরপর তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মা নদীর মাঝি, অন্য জীবন, উত্তরের খেপ, শাস্তি এবং চন্দ্রগ্রহণে অভিনয় করে চম্পা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও এমন আরও অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন; যা তাকে দর্শকের মাঝে যুগ যুগ বাঁচিয়ে রাখবে। বিশেষ বিশেষ ছবির নাম মনে করতে গিয়ে চম্পা বলেনÑ ভেজা চোখ, সহযাত্রী, নীতিবান, সরলরেখা, কাশেম মালার প্রেম, অবুঝ হৃদয়, বাসনা, অন্ধ প্রেম, প্রেম দিওয়ানা, বানেছা পরী, যোগাযোগ, ত্যাগ, গর্জন ছবির কথা। এসব ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে চম্পা ছিলেন আলোচনায়। চম্পা বলেন, বিশেষ করে আমি সেই সময়েরভোজা চোখ’ ছবিটি আর গৌতম ঘোষেরপদ্মা নদীর মাঝি’ ছবিটির কথা বলব। ভেজা চোখ ছবির প্রিয়া আমার প্রিয়া আজই চিঠি দিয়েছে কিংবা জীবনের গল্প আছে বাকি অল্পÑ এসব গান তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। আর পদ্মা নদীর মাঝিতে মালা চরিত্রে অভিনয় করে আমি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা