× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবী চৌধুরানী শুরু করলেন শ্রাবন্তী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৩:০৮ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৩:১৪ পিএম

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বহু দিন ধরে জল্পনা চলছে দেবী চৌধুরানী ছবিটি নিয়ে। কবে থেকে ছবির শুটিং শুরু হবে, সেটা নিয়েও চলেছে বিস্তর চর্চা। অবশেষে সেসব প্রশ্নের উত্তর পাওয়া গেল। শুরু হলো দেবী চৌধুরানীর শুটিং। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডিটেড মোশন পিকচার্স গতকাল দেবী চৌধুরানী ছবিটির একটি পোস্টার পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই জানানো হয় এই ছবির শুটিং শুরু হয়েছে শনিবার।

এই প্রযোজনা সংস্থার তরফে ছবিটি পোস্ট করে লেখা হয়, ‘এক অসাধারণ গল্পের দ্বার খুলে গেল। আজ থেকে শুরু হচ্ছে দেবী চৌধুরানী ছবির শুটিং। ড্রামা, প্যাশন এবং চিরকালের একটি দুর্দান্ত গল্প অপেক্ষা করে আছে।’

এই পোস্টে তারা শুভ্রজিৎ মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখকে ট্যাগ করেছেন। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ১৯৭৪ সালে দেবী চৌধুরানী নামে একটি বাংলা সিনেমা তৈরি হয়। দীনেন গুপ্ত পরিচালিত এই সিনেমায় সুচিত্রা সেন প্রধান চরিত্রে অভিনয় করেন। এবার সেই চরিত্রে আসছেন শ্রাবন্তী। একটু বেশিই চ্যালেঞ্জ অনুভব করছেন তিনি, জানালেন মোবাইল ফোনে। এই অভিনেত্রী বলেন, ‘প্রথমত চরিত্রটা বাঙালির কাছে খুব প্রিয় আর জনপ্রিয়। তাই সবাই আগ্রহ নিয়ে দেখবেন আমি কতটা দেবী চৌধুরানী হতে পারলাম। সেই সঙ্গে বাড়তি চ্যালেঞ্জটা হচ্ছেÑ এই চরিত্রে মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করেছেন। একটা তুলনা তো করবেনই দর্শক। উনার মতো কখনও সম্ভব নয়। আমি চেষ্টা করব যেন চরিত্রটার প্রতি সর্বোচ্চ মূল্যায়ন করতে পারি। এই সিনেমা ও চরিত্রটি আমার কাছে স্পেশাল। এ ধরনের কাজের জন্যই শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করে। আমি নিজেকে প্রস্তুত করেছি অনেক সময় নিয়ে। এই চরিত্রের জন্য লাঠিখেলা, ঘোড়া চালানো সবই শিখতে হয়েছে। আমরা শুরু করেছি শুটিং। শুভেচ্ছা রাখবেন।’

শ্রাবন্তীকে অবশ্য শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। অভিনেত্রী কোয়েল মল্লিক লেখেন, ‘অনেক শুভেচ্ছা রইল। ভালো হবে সব।’ শুভশ্রীও শুভেচ্ছা জানিয়েছে গোটা দেবী চৌধুরানীর টিমকে। রুক্সিনী মৈত্র লিখেছেন, ‘দারুণভাবে হোক সবটা।’ আরও অনেকেই ছবির পোস্টারের পোস্টে মন্তব্য করেছেন, অধিকাংশ মানুষই নতুন ছবির শুটিং শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বোঝাই যাচ্ছে, কলকাতার সিনেমাপাড়ার আগ্রহেও রয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’।

এখানে ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে এই পিরিয়ড ফিল্মে রঙ্গরাজের ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী। নিশি নামক চরিত্রে থাকবেন বিবৃতি চট্টোপাধ্যায়। প্রফুল্লর শ্বশুর অর্থাৎ হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী এবং ব্রজেশ্বর রায় অর্থাৎ প্রফুল্লর স্বামীর চরিত্রে কিঞ্জল নন্দকে দেখা যাবে।

সূত্রের খবর অনুযায়ী বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহারসহ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এই ছবির শুটিং হবে। মাস দুয়েকের মতো লাগবে শুটিং করতে। চলতি বছরেই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা