× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাচের তালে তিন দশক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৯ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১১ পিএম

নাচের তালে তিন দশক

দেশের ঐতিহ্যবাহী নাচ শেখার প্রতিষ্ঠান ‘নৃত্যালোক’। দেখতে দেখতে তিন দশকের যাত্রা হলো প্রতিষ্ঠানটির। ২ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটন গার্ডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ বছরে পা রাখল নৃত্যালোক। এ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতন। তার পরিচালিত অসংখ্য খণ্ডনৃত্য ও নৃত্যনাট্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আছেন গোলাম আহমেদ টিটো। সার্বিক তত্ত্বাবধানে নন্দিত মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও গুণী নৃত্যশিল্পী তান্না খান।

নৃত্যালোকের ২৯ বছরের পথচলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ইউনেস্কো ও জর্জ হ্যারিসন পুরস্কারপ্রাপ্ত শিবলী মোহাম্মদ। তিনি বলেন, ‘নৃত্যালোকের জন্য সব সময়ই আমার শুভকামনা। এ প্রতিষ্ঠানের আরও সাফল্য কামনা করি। এটা ভীষণ সত্যি যে, দিনশেষে ভালোবাসাটাই মনে থাকে। নৃত্যালোকের জন্য আমরা কাজ করব সবাই একসঙ্গে। একসঙ্গে থাকলেই ভালো থাকা যায়।’

অনুষ্ঠানে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল, অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ, তাহমিনা পারভীন, ইভান শাহরিয়ার সোহাগসহ অনেকে।

কবিরুল ইসলাম রতন বলেন, ‘অনুষ্ঠানে আগত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমরা সবার ভালোবাসা নিয়েই নৃত্যালোককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এ প্রতিষ্ঠানের স্নেহ-ভালোবাসায় সংস্কৃতিতে সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে উঠবে সেটাই প্রত্যাশা আমাদের। আমরা সে চেষ্টা নিয়েই কাজ করছি।’

জানা গেছে, ২ ফেব্রুয়ারি এ সাংস্কৃতিক কেন্দ্রে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। শুধু নাচ নয়, গানেও এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। নাচের প্রশিক্ষক হিসেবে আছেন কবিরুল ইসলাম রতন, শাওন শান, শম্পা আমিন। গানের প্রশিক্ষণ দেন সুমন কুমার, রাজিয়া সুলতানা নিপা, জিনিয়া সুলতানা। এ ছাড়া বিভিন্ন সময় তারকা নৃত্যশিল্পী ও গায়ক-গায়িকারা এখানে প্রশিক্ষণ দিতে আসেন বলেও জানিয়েছেন রতন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা