× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজীবন সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪০ পিএম

আজীবন সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

রবীন্দ্রসংগীতে অবদানের জন্য বাংলাদেশের গর্ব রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করতে যাচ্ছেন দেশটির বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক। ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ সম্মাননায় বন্যাকে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশে বন্যাকে কয়েকটি সংগঠন নানাভাবে সংবর্ধনাও দিয়েছে পদ্মশ্রী প্রাপ্তি উপলক্ষে।

এদিকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা, স্মার্ট বাংলাদেশ পারফরম্যান্স ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ। এ আয়োজনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজীবন সম্মাননা তুলে দেবেন বন্যার হাতে। সালাম মাহমুদ বলেন, ‘আমাদের দেশের গানের গর্ব শ্রদ্ধেয় বন্যা আপা ভারত থেকে পদ্মশ্রী পদক পেতে যাচ্ছেন এটা ভীষণ গর্বের বিষয়। এ ছাড়া তিনি আমাদের দেশের অত্যন্ত গুণী এবং প্রখ্যাত একজন রবীন্দ্রসংগীতশিল্পী। তার কণ্ঠ আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের খ্যাতি ছড়িয়েছে। তাকে আমরা তাই পরম শ্রদ্ধা নিয়ে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছি।’ কলকাতা থেকে মোবাইলে রেজওয়ানা চৌধুরী বন্যা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘হ্যাঁ, ২১ ফেব্রুয়ারি এ আয়োজনে আমি আজীবন সম্মাননা গ্রহণ করতে যাচ্ছি। নিশ্চয়ই যেকোনো পুরস্কার একজন শিল্পীর জন্য পরম আনন্দের, ভালো লাগার। যথারীতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন এ সম্মাননা আমি আনন্দের সঙ্গেই গ্রহণ করব। ধন্যবাদ আয়োজকদের যারা আমাকে এ সম্মাননার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন।’

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুরে জন্ম নেওয়া রেজওয়ানা চৌধুরী বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধ্যায়ের মতো সংগীতজ্ঞের সান্নিধ্যে আসেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন শিল্পী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা