× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাভেলের আয়োজনে রবীন্দ্রসংগীত গাইলেন কনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৯ পিএম

পাভেলের আয়োজনে রবীন্দ্রসংগীত গাইলেন কনা

উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল এ সংগীত উদ্যোগের। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। 

গতকাল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

চলচ্চিত্রে  কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে পাভেলের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান ও জিংগেল। তবে সংগীত পরিচালক হিসেবে এ মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পী সত্ত্বাকে খুঁজে পেতে চাইছেন তিনি।  

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বললেন, ‌‘সবাইকে আমন্ত্রণ ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এ। কবিগুরুর জনপ্রিয় এ গানটি দিয়ে আমাদের প্রথম উপস্থিতি ঘটলো শ্রোতাদের সামনে। এটি এমন একটি গান যার আবেদন কখনো ফুরোবার নয়। শ্রোতাদের কান এখন আন্তর্জাতিক মানসম্পন্ন মিউজিকের জন্য তৈরি- তাই এ ধরণের গানগুলোও নতুন আবেদনে, নতুন মিউজিকে শুনতে চায় সবাই। সে চিন্তা থেকেই চেয়েছি শ্রোতাদের সুন্দর একটি শ্রবণ অভিজ্ঞতা দিতে।’

পাভেলের মতে, গানের ভাষার মতই ‘নিভৃতে যতনে’ শ্রোতাদের মনে জায়গা করে নিবে তার- এ সংগীত উদ্যোগ।

অন্যদিকে, খুব চেনা গানে গাইতে নাকি ভয় কনার। তবে এ প্রজেক্টে গাইবার অভিজ্ঞতা তার দারুণ। বললেন, ‘এ ধরণের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এত বেশি শোনা মানুষের যে, একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই উর্ধ্বসারিতেই এ গানটি থাকে বলে আমার মনে হয়। পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।’

সাউন্ড এবং মিউজিকের জন্য তিনি কখনোই কম্প্রোমাইজ করেন না। মিউজিশিয়ানরাও দারুণ বাজিয়েছেন। সবমিলে ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এ গাইবার অভিজ্ঞতা দারুণ। ড্রেস-স্টাইলিং-শুটিং সবকিছু এত গোছানো ছিল যে-আমরা শিল্পীরা শুধু গানের দিকেই মনোযোগ দিতে পেরেছি।’

গানটিতে ড্রামস বাজিয়েছেন ইমতিয়াজ আলি জিমি, ভায়োলিন-ইনিমা রোশনি, পলাশ দেওয়ান, আফসানা আকতার, ইয়ার হোসাইন, হারমোনিকা বাজিয়েছেন আসাদ। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এ এমএম নওয়াজ শরীফ, সেলো বাজিয়েছেন তানভীর তরী, গিটালেলে-রায়হান পারভেজ প্রান্ত ও পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত।  

এই আয়োজনের সহযোগি ও পৃষ্ঠপোষক হিসেবে আছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঘড়ির অথরাইজড রিটেইল চেইনশপ ব্র্যান্ড “টাইম জোন”। সংগীত প্রযোজনা করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায়-মাশরুম এন্টারটেইনমেন্ট। ওয়াড্রোব পার্টনার- সেইলর ও পি আর পার্টনার হিসেবে সহযোগিতা করছে ইষ্টিশন কমিউনিকেশনস।

পাভেল জানান, প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা