× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০৫ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৬ পিএম

আজ মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শর্মিলা ঠাকুর। সম্প্রতি তিনি বাংলাদেশ ঘুরে গেলেন। এসেছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। উৎসবটির উদ্বোধন করেছেন তিনি। বেশ উপভোগ করেছেন এবারের ঢাকা সফর। দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

যাওয়ার আগে তিনি হাজির হয়েছিলেন চ্যানেল আইতে। সেখানে তাকে নিয়ে চ্যানেলটি একটি অনুষ্ঠান তৈরি করেছে। যেখানে অভিনেত্রী-পরিচালক আফসানা মিমির উপস্থাপনায় অতিথি হয়েছিলেন শর্মিলা। মিমির সঙ্গে খোলামেলা কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। কিছুটা সময় আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসঙ্গ।

‘কথা’ নামক এ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে আজ রাত ১০টা ৩০ মিনিটে।

শর্মিলা ঠাকুর কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার। তিনি ১৯৭০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিকগ্রহীতা অভিনেত্রীর একজন। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমবার মৌসুম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে।

এ ছাড়া তিনি আরাধনা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

শর্মিলা ঠাকুর ভারতের ক্রিকেটার ও নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। তিনি এক পুত্র ও এক কন্যার জননী। পুত্র সাইফ আলি খান ও কন্যা সোহা আলি খানও অভিনয়শিল্পী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা