× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দিনে হলিউডের তিন সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩ পিএম

এক দিনে হলিউডের তিন সিনেমা

হলিউডের সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর। ২৩ ফেব্রুয়ারি একসঙ্গে হলিউডের তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। যার মধ্যে রয়েছে গোয়েন্দাকাহিনীনির্ভর ছবি ‘আরগিল’, সুপারহিরো ছবি ‘ম্যাডাম ওয়েব’, বিশ্বনন্দিত সংগীতশিল্পী বব মার্লের বায়োপিক ‘বব মার্লে : ওয়ান লাভ’। তিন ঘরানার এ তিনটি ছবিই সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

আরগিল দিয়ে একসঙ্গে পর্দায় আসছেন সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল, রেসলিং তারকা জন সিনা ও সংগীতশিল্পী ডুয়া লিপা। তিন অঙ্গনের খ্যাতিমান এ তিন তারকার কেমিস্ট্রি দেখা যাবে ম্যাথিউ ভনের আরগিল ছবিতে। অ্যাপেল স্টুডিওস এবং মার্ভ স্টুডিওসের যৌথ প্রযোজনায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ ছবির পরিবেশক ইউনিভার্সেল পিকচার্স। এ সিনেমার মাধ্যমে গোয়েন্দা চরিত্রে পর্দায় আসছেন হেনরি ক্যাভিল। ছবির কেন্দ্রীয় চরিত্র আরগিলের ভূমিকায় দেখা যাবে তাকে। লেখিকা এলি কনওয়ের ভূমিকায় অভিনয় করেছেন ব্রেসি ডালাস হাওয়ার্ড, যিনি আরগিল চরিত্রকে কেন্দ্র করে একটি গোয়েন্দা উপন্যাস লেখেন। তারকাবহুল এ ছবিটি এরই মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। ২৪ জানুয়ারি লন্ডনের লেইসেস্টার স্কয়ারে ছবির প্রিমিয়ার হয়। সেখানে অনেকেই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেন। ধারণা করা হচ্ছে, মুক্তির পর ছবিটি দর্শকের মন ভরানোর গল্প তৈরি করবে।

এদিকে সুপারহিরোভিত্তিক ম্যাডাম ওয়েব ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত হলিউড তারকা ডাকোটা জনসন অভিনীত সিনেমা। এ সিনেমা দিয়েই মার্ভেলের দুনিয়ায় প্রবেশ করছেন আলোচিত এ অভিনেত্রী। সুপারহিরো এ সিনেমায় ডাকোটাকে দেখা যাবে ম্যাডাম ওয়েব চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন এস জে ক্লার্কসন। অন্যতম আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে সিডনি সুইনি, এমা রবার্টস, ইসাবেলা মেকরেড, জিল হেন্সি, জসিয়া ম্যামেট, মাইক ইপস, মাইক ব্যাশ, অস্টিন জে রায়ান ও মিচেল ম্যালভেস্তির মতো তারকাকে।

মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে বব মার্লে : ওয়ান লাভ সিনেমাটি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনেক ভক্ত রয়েছে বব মার্লের। রেইনাল্ডো মার্কস গ্রিন পরিচালিত ওয়ান লাভ বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে ববের আদর্শ, নৈতিকতা আর ভালোবাসার বার্তা। সম্প্রতি লন্ডনে ছবিটির প্রিমিয়ারে অংশ নেন মার্লের ছেলে ও ছবির প্রযোজক জিগি মার্লে। তিনি বলেছেন, ‘ছবিটির মূল উদ্দেশ্য এর মাধ্যমে বাবার চিন্তাধারা এবং বার্তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ছবিটি পৃথিবীতে ছড়িয়ে দেবে ইতিবাচকতার বার্তা।’

জিগি মার্লে বলেন, ‘আমাদের বাবার গল্পটা সবার সামনে তুলে ধরার এখনই সময়। আপনারা তার গান শুনেছেন এবং ভাবছেন তাকে জানেন; কিন্তু আসলেই কি জানেন তিনি কিসের মধ্য দিয়ে গিয়েছিলেন? কীসব মুহূর্ত তাকে বিখ্যাত বানিয়েছে? এই প্রথম কোনো সিনেমায় উঠে আসবে সেসব; তার দুঃখ, বেদনা, আনন্দ আর মুক্তির অনুভব দেখতে পাবেন এখানে।’

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন বব মার্লের স্ত্রী রিটা মার্লে, সন্তান জিগি ও সেডেলা মার্লে। নির্বাহী প্রযোজনায় আছেন ব্র্যাড পিট। ববের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আদির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা