× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময় গেছে বয়ে...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৭ এএম

আসাদুজ্জামান নূর ও দিলারা জামান। প্রবা ফটো

আসাদুজ্জামান নূর ও দিলারা জামান। প্রবা ফটো

বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ রচিত বিটিভির ইতিহাসে অন্যতম আলোচিত ধারাবাহিক নাটকঅয়োময়’। এই নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, আবুল হায়াত, মোজাম্মেল হোসেন, কে এস ফিরোজ, . ইনামুল হক, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সালেহ আহমেদ, সারা যাকের, তারানা হালিম, বিপাশা হায়াত, আফজাল শরীফসহ অনেকে। অয়োময় একটি জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন ধারাবাহিক নাটক। এটি নির্মাণ করেছিলেন নওয়াজীশ আলী খান। ১৯৯০-৯১ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে নাটকটি।

কথাসাহিত্যের সঙ্গে সত্য মিশ্রিত করে এটি ব্রিটিশ শাসনামলের সময় নির্মাণ করা হয়। এর গল্পটি একটি ক্ষয়িষ্ণু বাংলা জমিদার (ভূস্বামী) পরিবারকে কেন্দ্র করে। এই নাটকে মির্জা চরিত্রে অভিনয় করে সেসময় দারুণ প্রশংসিত হয়েছিলেন দেশের জীবন্ত কিংবদন্তি বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। ধারাবাহিকেই তার মায়ের ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।

এরপর আসাদুজ্জামান নূর দিলারা জামান আরও কয়েকটি নাটকে ছেলে মায়ের ভূমিকায় অভিনয় করেন। দেখতে দেখতে অনেক সময় বয়ে গেছে। বার্ধক্য ঘর বেঁধেছে দুই তারকারই শরীরে। তবে মনের দিক থেকে তারা আজও তরুণ, সেই পুরোনো প্রাণোচ্ছ্বাসে ভরপুর দুই মানুষ।

সম্প্রতি দুজনের দেখা হয়েছিল। মেতেছিলেন তারা আড্ডায়। একে অন্যের অভিনয়ের প্রশংসা করেন তারা। করেন অনেক স্মতিচারণও। আসাদুজ্জামান নূর বলেন, ‘আমার এবং দিলারা আপার বয়সের পার্থক্য কিন্তু খুব বেশি একটা না। তিন কিংবা চার বছরের বড়-ছোট আমরা। আমি দিলারা আপাকে আপা বলেই সম্বোধন করি। কিন্তু অয়োময় নাটকে অভিনয় করার কারণে মনে হয় যে, আপার সঙ্গে আমার বয়সের পার্থক্যটা হয়তো অনেক বেশি। আমাদের নিয়ে কিন্তু ভাইবোনের গল্পও হতে পারত। কিন্তু হলো না। ওই যে দর্শক অয়োময়তে মা ছেলে হিসেবে আমাদের গ্রহণ করে নিয়েছে, সেটা আর কেউ পরে ভাঙার সাহস করেননি। যাই হোক, তারপরও দর্শক আমাদের মা-ছেলেকে গ্রহণ করে নিয়েছেন এবং এখনও যখন অয়োময়র প্রসঙ্গ আলোচনায় আসে, তখন কিন্তু মির্জা তার মায়ের গল্প আলোচনায় আসে। শিল্পী হিসেবে এটাই আসলে অনেক ভালো লাগার।’

দিলারা জামান বলেন, ‘নূর আমাদের দেশের অত্যন্ত গুণী এবং ভীষণ জনপ্রিয় অভিনেতা, এতে কোনো সন্দেহ নেই। অয়োময়ে আমার ছেলে মির্জার ভূমিকায় অভিনয় করে সেই সময়টায় বেশ আলোচনায় চলে এসেছিল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে নূর বেশ সফল। পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। রাজনীতিবিদ হিসেবে নূর বেশ জনপ্রিয়। অভিনেতা হিসেবে নূর এখনও দর্শকের ভীষণ পছন্দের। এখনও নির্মাতারা তাকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখে। একজন অভিনেতা হিসেবে এটা অনেক বড় প্রাপ্তি। অবশ্যই যদি ভালো কোনো গল্প ব্যাটে-বলে মিলে যায়, কাজ করার আগ্রহ আমাদের দুজনেরই আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা