× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষার জন্য শ্রদ্ধা

চার সিনেমার উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৫ এএম

চার সিনেমার উৎসব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার অনুষ্ঠিত হবে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব। দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষার নানা চলচ্চিত্র। যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট ও সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট।

জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল বলেন, ‘প্রতিবছর আমরা ভাষাশহীদদের স্মরণে নানা আয়োজন করে থাকি। বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জাতীয় ভাষা বাংলা হলেও আমাদের ভূখণ্ডে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে নিজস্ব মাতৃভাষা। আমরা মাতৃভাষার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে চাই। প্রতিবছর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ফলে বাংলাদেশে ভাষাভিত্তিক যে বৈচিত্র্য রয়েছে, তা অদূর ভবিষ্যতে ধরে রাখা কষ্টকর হয়ে যাবে।’


জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সম্পাদক নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘বাংলা ভাষার জন্য এ দেশের অগ্নিসন্তানদের প্রাণ বলিদানের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। তাই আমাদের অন্য সকল ভাষার প্রতি আন্তরিক হওয়া প্রয়োজন। এ বছর মাতৃভাষার চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে ছোট পরিসরে। আমরা চেষ্টা করব প্রতিবছর এ উৎসবকে বড় পরিসরে সাজাতে। চেষ্টা করব পাহাড়ে ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করতে।’

প্রদীপ ঘোষ আরও বলেন, ‘আমরা ভাষার এ উৎসবের জন্য চারটি সিনেমাকে বেছে নিয়েছি। অন্য ভাষার অনেকগুলো ছবিই আমরা পেয়েছিলাম। তবে সেন্সর ছাড়পত্র নিয়ে জটিলতা ছিল। সেখান থেকে বাছাই করে আমরা প্রীতিলতার সঙ্গে তিনটি সিনেমাকে উৎসবের জন্য চূড়ান্ত করেছি।’

উৎসবে প্রদর্শিত হবে সরকারি অনুদানে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। এতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে আছেন মনোজ প্রামাণিক।

উৎসবে আরও দেখানো হবে চাকমা ভাষার সিনেমা ‘বাধা’। এটি নির্মাণ করেছেন বিভায়ন চাকমা। আরও প্রদর্শিত হবে শরীফুল ইসলাম পলাশের ‘নিকমিলমাল’। এটি গারো ভাষায় নির্মিত ডকুফিল্ম। এর গল্পে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধে গারো উপজাতির এক বীরকন্যার গল্প। যার বীরত্বের কাহিনী সবার আড়ালে রয়ে গেছে। উৎসবে আরও প্রদর্শিত হবে মারমা ভাষার ছবি ‘গিরিকন্যা’। ডা. মং উষা থোয়াই প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।

জানা গেছে, আজ বিকাল ৩টায় সাতমসজিদ রোডস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আলী আকবর খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতীয় হাইকমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জনাব মৃন্ময় চক্রবর্তী।

আলোচনা করবেন বাংলাদেশে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যার প্রযোজক মং উষা থোয়াই ও জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল। উৎসবের সভাপতিত্ব করবেন সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা