× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে নূর, পাভেল ও শতাব্দী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৪:২৪ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৪:৪১ পিএম

একসঙ্গে নূর, পাভেল ও শতাব্দী

কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। মঞ্চ, টিভি ও সিনেমা; সবখানেই পড়েছে তার মুগ্ধ উপস্থিতির ছাপ। তিনি স্বাধীন বাংলা বেতারেরও শিল্পী। আসাদুজ্জামান নূর পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্যও বটে। অভিনয়ের দুনিয়ায় তিনি যেমন সব শ্রেণির দর্শকের কাছে সমাদৃত ঠিক তেমনি একজন রাজনীতিবিদ হিসেবেও নির্বাচনী এলাকায় তিনি গ্রহণযোগ্য এবং ভালোবাসার মানুষ। 

রাজনীতির জন্য অভিনয় করার মতো সময় এখন খুব কমই পান। যে কারণে নিয়মিত নাটক-সিনেমায় তাকে দেখা যায় না। তবে গল্প ভালো লাগলে তিনি তার ব্যস্ত সময় থেকেই শিডিউল বের করে সময় দেন। তেমনি অনেক দিন পর তিনি কাজ করতে যাচ্ছেন একটি নতুন নাটকে। আর এটি হতে যাচ্ছে বেতারের নাটক। বাংলাদেশ বেতারের প্রতি আসাদুজ্জামান নূরের রয়েছে এক অন্যরকম ভালো লাগা। যে কারণে তিনি এ নাটকটি করতে আগ্রহী হয়েছেন। 

বেতারের ‘জনস্বাস্থ্য স্বাস্থ্য পুষ্টি সেল’ বিভাগে প্রচারের জন্য তারিক মনজুর রচিত ও সৈয়দা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘জীবন জয়ের গল্প’ নির্মিত হচ্ছে। এ নাটকের জন্য গেল ১৩ মার্চ দুপুরে রেকর্ডে অংশ নেন নূর। নাটকে তিনি একটি পত্রিকার সম্পাদকের ভূমিকায় অভিনয় করেছেন। 

প্রযোজক যাত্রী জানান, গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার জমিতে চাষ করে একটি পিতলের কলসি পায় কৃষক আজাদ আবুল কালাম। গ্রামে খবর রটে যায় যে এই কলসিতে মোহর আছে। তারই খবর জানতে পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান নূর সাংবাদিক তানিয়াকে অ্যাসাইনমেন্ট দেন। পরে জানা গেল যে কলসিতে মোহর নেই, আছে শুধু মাটি। এখান থেকেই শিক্ষা লাভ করা যেতে পারে যে লোভ করা যাবে না। 

যাত্রী আরও জানান, এর আগেও আসাদুজ্জামান নূরকে নিযে তিন পর্বের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে। প্রতি মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে এ নাটকটি প্রচার হয় বেতারের এফএম ১০৬-এ ৬৯৩ কিলোহার্সে (ঢাকা-ক)। আসাদুজ্জামান নূর বলেন, ‘নাটকের ভালোমন্দ শ্রোতারা বিচার করবেন। অনেক দিন পর বেতার নাটক করছি, প্রিয় মানুষদের সঙ্গে কাজ করছি সেটাতেই আনন্দ।’ 

যাত্রী বলেন, ‘শ্রদ্ধেয় নূর ভাই সেদিন আমাদের দুপুরে এক ঘণ্টা সময় দিয়েছেন। আমরা নূর ভাইকে কেন্দ্র করে যে কাজটুকু ছিল তা দ্রুত শেষ করার চেষ্টা করেছি। কারণ তিনি ভীষণ ব্যস্ত মানুষ। তিনি যে তার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। বাকি যারা এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ 

যাত্রী জানান, যত দিন আসাদুজ্জামান নূর সময় দেবেন তত দিন এই নাটকটি প্রচার হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা