× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচিত জনি ডেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১১:৩৭ এএম

জনি ডেপ

জনি ডেপ

প্রায়ই দেখা যায় অনেক পুরোনো বিষয় নতুন করে আলোচনায় আসে। ভাইরালও হয়। তেমনি পুরোনো ঘটনার জেরে আলোচনায় এসেছেন হলিউড অভিনেতা জনি ডেপ।

২০০১ সালে মুক্তি পেয়েছিল জনি ডেপ অভিনীত সিনেমাব্লো’। তার বিপরীতে ছিলেন পেনেলোপে ক্রুজ। সিনেমায় আরও এক অভিনেত্রী ছিলেন লোলা গ্লাউডিনি।

সম্প্রতিপাওয়ারফুল ট্রুথ অ্যাঞ্জেলস’ নামে এক পডকাস্টে লোলা অভিযোগ করেছেন, ব্লো সিনেমার সেটে তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন জনি ডেপ। অশালীন ভাষায় তাকে গালিগালাজ করেছিলেন।

তবে লোলার অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।

পডকাস্টে লোলা গ্লাউডিনি জানান, ব্লো সিনেমার শুটিংয়ের প্রথম দিনই ঘটনা ঘটেছিল। সেদিনই জনি ডেপের সঙ্গে তার প্রথম দেখা। তবে প্রথম সাক্ষাৎ সুখকর হয়নি। লোলা বলেন, ‘জনি ডেপের মনোলগের দৃশ্যের শুটিং চলছিল। পরিচালক টেড ডেমি আমাকে বলেছিলেন জনির মনোলগের সময় আমাকে জোরে জোরে হাসতে। আমি সেটাই করেছিলাম। তবে পরিচালক কাট বলার পর জনি আমার দিকে তেড়ে আসেন। তারপর আমাকে অশালীন ভাষায় ইচ্ছেমতো গালিগালাজ করেন, কেন আমি হাসলাম!’

পুরো ইউনিটের সামনে জনি ডেপের এমন ব্যবহারে ভীষণ ভেঙে পড়েছিলেন লোলা। তিনি বলেন, ‘এটা ছিল আমার প্রথম স্টুডিও মুভি। যাকে আমি এত দিন নিজের আদর্শ বলে মেনে এসেছি, যার সঙ্গে কাজ করতে এত উৎসাহী ছিলাম; সেই জনি ডেপ আমার সঙ্গে এমন ব্যবহার করলেন! বিষয়টি মেনে নিতে কষ্টই হয়েছিল।’

লোলা গ্লাউডিনির এমন অভিযোগের পর নেটিজেনরা জনি ডেপের সমালোচনা করছেন। এটাই প্রথম নয়, এর আগেও শুটিংয়ে বিভিন্নজনের সঙ্গে জনির দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জনি ডেপের তরফে তার প্রতিনিধি সংবাদমাধ্যম ডেডলাইনকে জানিয়েছেন, ‘জনি সব সময় সহশিল্পী কলাকুশলীদের সঙ্গে ভালো আচরণ করেন। জনির বিরুদ্ধে লোলা গ্লাউডিনির এমন অভিযোগ ভিত্তিহীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা