× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে গাইবেন তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১০:৪৩ এএম

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে গাইবেন ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, সাব্বির জামান, লুইপা ও প্রতীক হাসান।

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে গাইবেন ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, সাব্বির জামান, লুইপা ও প্রতীক হাসান।

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা জাতীয় দিবস। উপলক্ষে বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সেখানে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী ফাতেমা তুজ জোহরা। প্রখ্যাত এই নজরুলসংগীত শিল্পীর পাশাপাশি আরও গান করবেন ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, সাব্বির জামান, লুইপা প্রতীক হাসান।

প্রসঙ্গে ফাতেমা তুজ জোহরা বলেন, ‌‘রাষ্ট্রপতির আয়োজনে আমন্ত্রণ পাওয়াটা আনন্দের। এটা একটা দায়িত্বের মধ্যেও পড়ে। ভিন্ন ভিন্ন প্রজন্মের কয়েকজন সংগীতশিল্পী আজ গাইবেন। তাদের একজন হিসেবে আমিও কিছু গান শোনাব।’

আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছিল এর আগেও বঙ্গভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মহামান্যদের সামনে সংগীত পরিবেশন করার। এর আগে আমি মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্যার, একিউএম বদরুদ্দোজা চৌধুরী স্যার, অ্যাডভোকেট আবদুল হামিদ স্যারের সামনে সংগীত পরিবেশন করার সুযোগ পেয়েছি। এবার বর্তমান রাষ্ট্রপতির সামনে গাইব। আশা করি শ্রোতা-দর্শককে মুগ্ধ করতে পারব।’

প্রজন্মের নন্দিত সংগীতশিল্পী সাব্বির জামান। তিনি বলেন, ‘এর আগেও আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গভবনে দুবার সংগীত পরিবেশন করার। নিয়ে তিনবার। আশা করি দারুণ অভিজ্ঞতা হবে।’

জিনিয়া জাফরিন লুইপা প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পীদের একজন। তিনিও আপ্লুত বঙ্গভবনে গান করার আমন্ত্রণ পেয়ে। লুইপা বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গান গাইবার সুযোগ পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। এক জীবনে এমন সুযোগ সব সময় সবার ক্ষেত্রে আসে না। আমার ভীষণ আনন্দ হচ্ছে বঙ্গভবনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত মানুষটির সামনে গান করার সুযোগ পেয়ে। অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’

দেশবরেণ্য প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান। তিনি তার অনুভূতি জানিয়ে বলেন, ‘আমার সংগীত জীবনে এবারই প্রথম কোনো মহামান্য রাষ্ট্রপতির সামনে গান করতে যাচ্ছি। এটা সত্যিই আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। বলা যেতে পারে পদক প্রাপ্তির চেয়েও বড় কিছু। আমার আনন্দ ভালো লাগা আসলেই ভাষায় প্রকাশ করতে পারছি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা