× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলো চিরকুটের হেইও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১১:৩৯ এএম

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হেইও’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হেইও’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। স্বাধীনতা দিবস উপলক্ষে গানের এ দলটি নতুন গান প্রকাশ করেছে। এ গানের শিরোনাম ‘হেইও’। ব্যান্ডপ্রধান শারমিন সুলতানা সুমি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গতকাল ২৬ মার্চ গানটি প্রকাশ হয়েছে।

সুমি বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এ গান প্রসঙ্গে বলেন, বাংলাদেশের পথে প্রান্তরে অসম্ভব সম্ভব করার অদম্য এক অভিব্যক্তি ‘হেইও’। সেই হেইও হোক আজকের তারুণ্যের শক্তি। হেইও হোক সুদিনের নতুন শব্দ! শুভ ৫৪তম জন্মদিন বাংলাদেশ! ইউএনডিপি বাংলাদেশের প্রযোজনায় ‘আমিও সুনাগরিক’-এর থিমসং ও আমাদের নতুন দেশের গান হেইও প্রকাশ হয়েছে গতকাল বিকাল ৩টায়।

গানটি উপভোগ করা যাচ্ছে ইউএনডিপি বাংলাদেশ ও চিরকুটের ফেসবুক এবং ইউটিউব পেজে।


প্রসঙ্গত, বাংলা গানের সম্ভারে নতুন কথা-সুর-ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। ২০০২ সালে চিরকুট প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের একাধিক গান মানুষের মন জয় করেছে। গান জনপ্রিয়তা পেলেও প্রথম অ্যালবাম প্রকাশে বেশ দেরি করেছে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায় ২০১০ সালে। এরপর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। সে তালিকায় আছে ডুব সিনেমার ‘আহা জীবন’, আয়নাবাজি সিনেমার ‘না জানি দুনিয়া’, ভয়ংকর সুন্দর সিনেমার ‘এ শহরের কাকটাও জেনে গেছে’ ইত্যাদি। দেশে-বিদেশে নিয়মিত স্টেজ পারফর্ম করেও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নিরব কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা