× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আবার গডজিলা-কংয়ের দ্বৈরথ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৪:২৫ পিএম

ঢাকায় আবার গডজিলা-কংয়ের দ্বৈরথ

গডজিলা ও কংয়ের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। এ দুই চরিত্র আবার একসঙ্গে আসছে পর্দায়। সবশেষ ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে মনস্টার জগতের দুই মহারথী কিং কং ও গডজিলার দ্বৈরথ দেখা গেছে। করোনা মহামারির মধ্যেও ছবিটি দর্শকের দারুণ সাড়া পেয়েছিল। যার ধারাবাহিকতায় এবার পর্দায় আসছে তার সিকুয়্যেল ‘গডজিলা এক্স কং : দ্য নিউ এম্পায়ার’। 

শুক্রবার (২৯ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এ ছবি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। আগের ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড।

এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এ ছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস ও ফালা চেন হপ।

একজন অরণ্যসংকুল নির্জন দ্বীপের বাসিন্দা, অন্যজন প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে উঠে আসা প্রাগৈতিহাসিক চেহারার দানব। একজন থাকে স্কাল আইল্যান্ড নামে এক রহস্যময় দ্বীপে। অন্যজন মহাসাগরের জলরাশির তলায়। লিজেন্ডারির মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যে চোখ ধাঁধানো গ্রাফিক্স আর দক্ষ এডিটিংয়ের কারণে দর্শকের কাছে দানবজগতের মহিমা একেবারেই অন্য আবেদনে উপনীত করেছে, তা বোঝা যায় এ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা থেকে।

গেল ডিসেম্বরে ওয়ার্নার ব্রোস পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘গডজিলা এক্স কং : দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। এর পরই রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে দর্শক। মুক্তির ২৪ ঘণ্টা না যেতেই ৮ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখে ফেলে। এতেই বোঝা যায় দর্শক কতটা মুখিয়ে আছে এ ছবির জন্য।

ট্রেলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুঁড়ে প্রকাণ্ড এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কিং কংয়ের ও গডজিলার। ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উৎস, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরা হবে। সঙ্গে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ, যার মাধ্যমে এ প্রাণীর সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সঙ্গে যুক্ত হয়।

গডজিলা আর কংয়ের শত্রুতার মধ্যে এসব মহাজাগতিক কাণ্ডকারখানা খুঁজতে চাওয়া ভুল হবে। তারা নেহাতই জাগতিক দুই দানব। গডজিলা আণবিক নিঃশ্বাস ছাড়লেও সে শেষ পর্যন্ত কাবু হয় কংয়ের বাহুবলের কাছে। নাকি ‘অবমানব’ কংয়ের মানবিক সত্তার কাছে? সে উত্তর দিতে পারে মনস্টারভার্সের এ নতুন কিস্তি। আপাতত এ দেশের দানবপ্রেমী দর্শক তারই প্রতীক্ষায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা