× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিএনএজ প্রেমের গল্পে তৌসিফ-কেয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৪:১০ পিএম

টিএনএজ প্রেমের গল্পে তৌসিফ-কেয়া

কলেজজীবনের সময়টা সবার মনেই রঙিন। সদ্য স্কুল পেরিয়ে, নানা রকম বিধিনিষেধের শৃঙ্খল পেরিয়ে জীবনকে আরও বড় করে দেখার সুযোগ হয় এ সময়টাতেই। এই বর্ণিল সময়ে প্রেমের মোহনায় অনেকেই ভেসে বেড়ান। তাতে মেশানো থাকে কত আবেগ আর ভালোবাসা। এই সময়ে কোনো বাধাকেই আমলে নিতে চায় না মন। তাই প্রেমের বন্ধনে অনেকেই বিভিন্ন রকমের ঝুঁকি নেন। 

পরিবার থেকে গোপনে প্রেম করার দৃশ্য এই সময়টাতে হরহামেশা দেখা যায়। কলেজের প্রাঙ্গণে হাঁটু গেড়ে প্রেমিকাকে প্রেম নিবেদন, এরপর গিটারের সুরে নির্জনে প্রেমের ভেলায় ভেসে বেড়ানো- সবকিছুই বড় মধুর। অভিনেতা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলের ক্ষেত্রেও ঘটেছে তাই। কলেজজীবনের প্রেমের ঘটনা নিয়ে নির্মিত নাটক ‘ডিস্টার্ব মি’তে এভাবেই দৃশ্যবন্দি হয়েছেন তারা। সেখানে উঠে এসেছে কলেজ পালিয়ে প্রেমের নানা অম্ল-মধুর কাহিনি। নাটকটি নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতাহ আনান।

তৌসিফ ও কেয়া পায়েলকে নিয়ে টিনেজ প্রেমের গল্পের নাটক ‘ডিসটার্ব মি’ বৈশাখী টেলিভিশনে প্রচার হবে আগামীকাল ১০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায়। 

বিআরবি হাসপাতাল নিবেদিত মোহাম্মদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন জায়মা জেমিম, সানি প্রমুখ।

পরিচালক মিফতাহ আনান বলেন, ‘একটি টিনেজ প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত। কলেজ পড়ুয়া দুজনের মান-অভিমান দ্বন্দ্ব-সংঘাত আর টানাপড়েন নিয়েই নাটকের কাহিনী। তৌসিফ কলেজে সবাইকে ডিসটার্ব করে। যখন যা বলবে তা ক্লাসের আর সবাই মানতে বাধ্য। না হলে নানা রকম চড় থাপ্পর অবধারিত। 

নতুন এসে ভর্তি হন কেয়া পায়েল। ক্লাসে ঢোকার মুখেই বাজে পরিস্থিতির শিকার হন। তৌসিফের নানা রকম অবান্তর কাজকর্ম আর অনধিকারচর্চা মানতে নারাজ। ক্লাস এবং ক্লাসের বাইরে শুরু হয় দু’জনের যুদ্ধ। কেয়া খুব বিরক্ত এখন তৌসিফের ওপর। তার মতো বাজে ছেলে আর হয় না। তৌসিফ সম্পর্কে এমনই ধারণা তার। এ জন্যেই তৌসিফ তিন তিনবার ফেল করেছে। নাটকে চলতে থাকে নানা নাটকীয়তা।’

পরিচালক জানান, নাটকের পরিণতি অবশ্য দারুণ। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা