× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদেই অভিষেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৩:৫৯ পিএম

ঈদে অভিষেক হচ্ছে তাদের। ছবি : সংগৃহীত

ঈদে অভিষেক হচ্ছে তাদের। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ১৪টি সিনেমা। নানা আমেজের এসব সিনেমায় থাকবেন দেশসেরা তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য শাকিব খান, চঞ্চল চৌধুরী, বুবলী, সাইমন, রোশান, বাঁধন, শরিফুল রাজ প্রমুখ। সিনেমা নিয়ে আসবেন গিয়াসউদ্দিন সেলিম, জাহিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকীর মতো নির্মাতারা।

এতসব তারকামুখের ভিড়ে এবার ঈদের সিনেমা দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন অনেকেই। সে তালিকায় আছেন নায়ক, নায়িকা, পরিচালক। তাদের নিয়ে আজকের ধুমের মূল আয়োজন-

 

ইভান সাইর

একমাত্র নায়ক ইভান

ছোটপর্দার জনপ্রিয় মুখ ইভান সাইর। গেল বছর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিতপটু’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। ২০২৩ সালের মে নতুন চিত্রনায়ককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় প্রযোজনা সংস্থাটি। পটু সিনেমার গল্পই নায়ক। এতে প্রধান অভিনেতা তথা নায়ক চরিত্রে হাজির হবেন ইভান সাইর। এ ক্ষেত্রে তার বাচনভঙ্গি, পরিমিত অভিনয়দক্ষতা, উচ্চতা শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি। সেই পটু মুক্তি পাবে রোজার ঈদে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ইভান নিজের অভিষেক নিয়ে উত্তেজনার মধ্যে আছেন। বলেন, ‘ভেতরের অনুভূতিটা যে কেমন তা বলে বোঝাতে পারব না। অনেক পরিশ্রম করেছি আমি সিনেমাটির জন্য। এবার অভিষেকের পালা। আশা করি পটু সবার ভালো লাগবে। একজন নতুন অভিনেতা হিসেবে আমি সবার দোয়া সমর্থন চাই। আর আমাকে চলচ্চিত্রের মতো প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ভাই পটু সিনেমার পরিচালক আহমেদ হুমায়ূন ভাইয়ের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। সবাই হলে গিয়ে পটু সিনেমাটি দেখবেন।’

আফরা শাইয়ারা (পটু)

রাজশাহীর গল্প নিয়ে আহমেদ হুমায়ূন নির্মাণ করেছেন পটু। সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে আফরা শাইয়ারার। মডেল হিসেবে কাজ করলেও পটু দিয়েই প্রথম চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। প্রথম সিনেমার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। এত কম সময়ে সুযোগ পেয়ে যাব ভাবিনি। শুটিংয়ের সময় প্রথম প্রথম কিছুটা নার্ভাস ছিলাম। পরিচালক থেকে শুরু করে পুরো টিম আমাকে হেল্প করেছে।’

একটি সিনেমা করেই হারিয়ে যেতে চান না আফরা। গল্প চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা তার।

জেফার

জেফার (মনোগামি)

তরুণ প্রজন্মের নন্দিত সংগীতশিল্পী ইউটিউবার জেফার রহমান। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। সংগীতশিল্পী হিসেবেই তার বেশি পরিচিতি। মোস্তফা সরয়ার ফারুকীরলাস্ট ডিফেন্ডার অব মনোগামি’ দিয়ে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর। অবশ্য ঈদে এলেও প্রেক্ষাগৃহের লড়াইয়ে পাওয়া যাবে না জেফারের সিনেমাটি। কারণ এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

নিজের প্রথম সিনেমা নিয়ে জেফার বলেন, ‘মনোগামি দিয়ে প্রথমবার অভিনেত্রী হিসেবে পর্দায় হাজির হবÑবিষয়টি আমার জন্য অনেক আনন্দের। একই সঙ্গে চ্যালেঞ্জেরও। মোস্তফা সরয়ার ফারুকীর মতো একজন গুণী নির্মাতার সিনেমায় অভিনয় এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের। প্রত্যাশাটা অনেক বেশি দর্শকের। জানি না কতটা কী করতে পেরেছি। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি কাজটি দর্শকের পছন্দ হবে।’

মন্দিরা চক্রবর্তী

মন্দিরা চক্রবর্তী (কাজলরেখা)

গিয়াস উদ্দিন সেলিমেরকাজলরেখা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ২০১২ সালে নাচের রিয়েলিটি শোসেরা নাচিয়ে’র রানার্স আপ মন্দিরা চক্রবর্তীর। ছবিতে কাজলরেখা চরিত্রে দেখা যাবে তাকে। মন্দিরা বলেন, ‘আমি সিনেমায় মনোযোগ দিতে চাই। অনেকেই প্রশ্ন করছেন হয়তো একটি-দুটি সিনেমা করেই আবার ব্যাকফুটে চলে যাব। আসলে তা নয়। সিনেমা নিয়ে আমি দৃঢ়প্রতিজ্ঞ। চলচ্চিত্রকে ভালোবেসেই অনেক দূর এগোতে চাই।’

কাজলরেখা ছাড়া ইতোমধ্যে মন্দিরা শেষ করেছেন মিঠু খানেরনীল চক্র’ সিনেমার কাজ। শিগগিরই তাকে দেখা যাবে আরও কিছু সিনেমায়।

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান (কাজলরেখা)

সাদিয়া আয়মান এখন ছোটপর্দার নিয়মিত মুখ। এবার ঈদে তিনিও পা রাখছেন বড়পর্দায়। তবে ক্যারিয়ারের শুরুর দিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন কাজলরেখা সিনেমায়। সেটি দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। সাদিয়াকে দেখা যাবে কাজলরেখার কিশোরী চরিত্রে। নিজের প্রথম সিনেমা নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘যখন সিনেমাটির শুটিং করেছিলাম, তখন আমি একদম নতুন। একদম ন্যাচারাল থাকার চেষ্টা করেছি। ভয়ও লাগছিল। ৪০০ বছর আগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। একেবারে ভিন্ন এক সাদিয়াকে দেখা যাবে এতে। সিনেমার কাজও শেষ হয়েছিল এখন থেকে দুই বছর আগে। তাই পর্দায় দর্শক ছোট্ট সাদিয়াকেই দেখতে পাবেন। আমার মনে হচ্ছে সিনেমাটি খুব ভালো রেসপন্স পাবে দর্শকের কাছে।’

জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা (সোনার চর)

জায়েদ খানের বিপরীতেসোনার চর’ সিনেমা দিয়ে অভিষেকের অপেক্ষায় জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। পড়ালেখার জন্য দেশের বাইরে থাকায় সিনেমার প্রচারে সময় দিতে পারছেন না স্নিগ্ধা। নির্মাতা জানান, দেশের বাইরে থাকলেও নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত স্নিগ্ধা।

সুপ্রভাত ইসলাম (মোনা : জ্বীন )

কামরুজ্জামান রোমান পরিচালিত ভৌতিক সিনেমামোনা : জ্বীন ২’ মুক্তি পাচ্ছে রোজার ঈদে। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত ইসলাম। এর আগে ছোটপর্দায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটি দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। সিনেমায় প্রথম অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুপ্রভাত বলেন, ‘খুবই এক্সাইটেড হয়ে অপেক্ষা করছি সিনেমাটি মুক্তির। সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনা বাড়ছেই। আমি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। ভরতনাট্যম করি, স্কুলে প্রায় নিয়মিতই অভিনয় করতাম। তবে এভাবে জাজের মতো হাউসের সিনেমা দিয়ে বড়পর্দায় কাজ শুরু করতে পারব ভাবিনি।’

সুপ্রভাত এখন ব্যস্ত পড়ালেখা নিয়ে। পড়ালেখা শেষে নতুন করে ভাবতে চান অভিনয় নিয়ে।

কোর্টনি কফি (রাজকুমার)

কয়েক বছর ধরেই দেখা যায় ঈদে দেশি অভিনেত্রীর পাশাপাশি বিদেশিনীদেরও উপস্থিতি থাকে। গেল বছরের কোরবানি ঈদে শাকিব খানের প্রিয়তমায় ছিলেন কলকাতার ইধিকা পাল। সে সিনেমা দিয়েই অভিষিক্ত হয়েছেন তিনি বড়পর্দায়। আর সেটা রীতিমতো রাজকীয়ভাবে। একই সৌভাগ্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আরেক বিদেশি অভিনেত্রী কোর্টনি কফি। তার এ দেশের সিনেমায় অভিষেক ঘটছে রাজকুমারের নায়িকা হিসেবে। হিমেল আশরাফ পরিচালিত ভার্সেটাইল মিডিয়ার সিনেমাটিতে মার্কিন অভিনেত্রী জুটি বেঁধেছেন শাকিবের সঙ্গে। এরই মধ্যে পোস্টার গান প্রকাশের পর কোর্টনি কফি আছেন আলোচনায়। সিনেমার জন্য বাংলা শিখেছেন কোর্টনি।

অন্বেষা রায় (ডেডবডি)

মোহাম্মদ ইকবালেরডেডবডি’ সিনেমা দিয়ে এ দেশের রুপালি জগতে পা রাখতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অন্বেষা রায়। তিনি অবশ্য অ্যানি নামেই পরিচিত। অন্বেষা একজন জনপ্রিয় মডেল। ২০১৭ সাল থেকে নানা ধরনের পণ্যের ফটোশুটে মডেল হয়েছেন, মডেল হয়েছেন বিজ্ঞাপনচিত্রেও। এবারই প্রথম কাজ করলেন বড়পর্দায়। ডেডবডিতে অন্বেষার বিপরীতে আছেন জিয়াউল রোশান।

গায়ক আলিফ (রাজকুমার)

গত বছর ঈদেপ্রিয়তমা’ চলচ্চিত্রেরঈশ্বর’ গান মুক্তির পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সোমেশ্বর অলির লেখা গানে প্রিন্স মাহমুদের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছিলেন রিয়াদ। দেশব্যাপী বেশ জনপ্রিয়তা পাওয়া ওই গানের পর আবারও শাকিব খানের রাজকুমার সিনেমায় আসছে প্রিন্স মাহমুদের গান। এবার গানটি প্রিন্স মাহমুদ নিজেই লিখেছেন। গেয়েছেন নতুন গায়ক আলিফ। গানের শিরোনামবরবাদ’। গানটি দিয়ে সিনেমার গানে অভিষিক্ত হলেন আলিফ। তিনি বলেন, ‘এটা আসলে স্বপ্নের মতো একটা যাত্রা হলো আমার। সব কার্টেসি প্রিন্স মাহমুদ ভাইয়ের। তার জন্যই এত চমৎকার গানটি আমি করতে পেরেছি।’

পরিচালকদেরও অভিষেক

অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি এবারের ঈদের সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে কয়েকজন নির্মাতারও। তাদের মধ্যে দুটি সিনেমা নিয়ে আসতে চলেছেন পরিচাক কামরুজ্জামান রোমান। তিনি পরিচালনা করেছেন ঈদে মুক্তির অপেক্ষায় থাকামোনা : জ্বীন ২’ লিপস্টিক’। দুটি সিনেমা দুই ঘরানার। দুটি সিনেমা নিয়েই আশাবাদী এই পরিচালক।

এদিকে ‌‘মেঘনাকন্যা’ সিনেমা দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন ফুয়াদ চৌধুরী। তার সিনেমাটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদসহ একঝাঁক তারকা। তরুণ নির্মাতা মিশুক মণি সিনেমায় নাম লিখিয়েছেনদেয়ালের দেশ’ দিয়ে। তার সিনেমাটিও আসবে রোজার ঈদে। শরিফুল রাজ বুবলীকে জুটি করে বানানো সিনেমাটি বেশ আলোচনায় রয়েছে।

বাঁ থেকে আহমেদ হুমায়ূন, কামরুজ্জামান রোমান ও মিশুক মনি

এবারের ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের। সুর-তালে শ্রোতাদের মন জয় করা সংগীত তারকা এবার সিনেমা দিয়ে মন ভরাবেন দর্শকের। জাজের ব্যানারে তিনি নির্মাণ করেছেন পটু সিনেমাটি। এরই মধ্যে পোস্টার ট্রেলার দিয়ে সবার নজর কেড়েছে সিনেমাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা