× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে মিষ্টি আলুর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

০৩ মার্চ ২০২৩ ১৫:৩৯ পিএম । আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৬:০১ পিএম

এবার জামালপুরের সরিষাবাড়ীতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। প্রবা ফটো

চলতি মৌসুমে জামালপুরের সরিষাবাড়ীতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে মিষ্টি আলুর চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। ধানের তুলনায় তিনগুণ বেশি ফলন ও ভালো দাম পাওয়ায় মিষ্টি আলু চাষে ঝুঁকছেন অনেক কৃষক।

এই মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়নে ৫৫০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। বাজারে টান থাকায় ক্ষেত থেকে উত্তোলনের পরই মিষ্টি আলু কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কৃষকের বাজারজাত করতে বাড়তি শ্রম ও অর্থ অপচয় হচ্ছে না বলে জানান কৃষকরা। 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ও কামরাবাদ ইউনিয়নে সবচেয়ে বেশি মিষ্টি আলুর চাষ হয়। দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম ও শুকনো ঝিনাই নদী মিলিয়ে ৫৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। তার মধ্যে উপজেলার কামরাবাদ ইউনিয়েনের শুকনো ঝিনাই নদীতে প্রায় ২৫০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে।

কামরাবাদ ইউনিয়নের কৃষক জাফর শেখ বলেন, ‘কামরাবাদ ইউনিয়নের শুকনো ঝিনাই নদীর ক্ষেতে মিষ্টি আলুর চাষ করি। বর্তমানে বাজারে মিষ্টি আলুর বেশ চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা আমাদের ক্ষেত থেকেই আলু সংগ্রহ করে নিয়ে যায়। এর ফলে আমাদের বাড়তি কোনো ঝামেলায় পড়তে হয় না। বাজারে আলুর দাম বেশি থাকায় ভালো দামে বিক্রি করতে পেরেছি।’

বড়বাড়িয়া গ্রামের আরেক কৃষক হাতম আলী। শুকনো ঝিনাই নদীর ক্ষেতে আলু চাষ করেন তিনি। হাতেম আলী বলেন, ‘আমি ১ একর জমিতে মিষ্টি আলু চাষ করেছি। এই ১ একর জমি চাষ করতে আমার খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। জমিতে মিষ্টি আলুর ফলন হয় প্রায় ৩০০ মণ। যার বর্তমান বাজার প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।’

ব্যবসায়ী হাসান আলী বলেন, ‘ এখান থেকে আলু কিনে আমি ঢাকায় নিয়ে বিক্রি করি। কৃষকের ক্ষেত থেকে স্বল্পমূল্যে আলু কিনে ঢাকা শহরে ভালো দামে বিক্রি করছি। ঢাকায় মিষ্টি আলুর ভালো চাহিদা রয়েছে।’ 

উপজেলা কৃষি অফিসার আব্দুল আল-মামুনের বলেন, ‘সরিষাবাড়ীর মাটি আলুচাষের জন্য বেশ উপযোগী। কয়েক বছর ধরে এখানে মিষ্টি আলুর চাষ বেড়েছে। কম খরচে বেশি লাভবান হওয়ায় কৃষকেরা মিষ্টি আলু চাষের দিকে ঝুঁকছে। চলতি মৌসুমে মিষ্টি আলুর বেশ ভালো ফলন হয়েছে। আমরা আগামী বছর আরও বেশি আলু ফলনের আশাবাদী।’

তিনি বলেন, ‘মিষ্টি আলুতে বিনিয়োগ কম। এক শতক জমিতে আলু চাষ করতে খরচ হয় ৮০০ থেকে ৯০০ টাকা। প্রতি মণ মিষ্টি আলুর দাম ৭৫০ টাকা থেকে ৭৯০ টাকা। এক শতক জমিতে থেকে প্রায় তিন মণ আলু উৎপাদন করা হয়। মিষ্টি আলু চাষে অল্প খরচে বেশি লাভবান হন কৃষকরা। তাই মিষ্টি আলু চাষে তারা ঝুঁকছেন।'

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা