× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটকদের আগ্রহ পাহাড়ি আনারসে

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৬:১৫ পিএম

বিক্রির জন্য আনারসের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

বিক্রির জন্য আনারসের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

পাহাড়ের উৎপাদিত আনারসের খ্যাতি দেশজুড়ে। পর্যটকদের কাছে এই অঞ্চলের আনারসের রয়েছে বাড়তি কদর। বেড়াতে আসা দর্শনার্থীদের হাতে পাহাড়ি আনারস তুলে দিয়ে আয়ের পথ বের করেছেন কাপ্তাইয়ের স্থানীয় ব্যবসায়ীরা। আবার নিয়মিত ব্যবসায়ী না হয়েও বাড়তি আয়ের আশায় অনেক নারী-পুরুষ যুক্ত হয়েছেন আনারসের ব্যবসায়। 

কাপ্তাই উপজেলার বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা সারি সারি আনারস বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন, যেখানে পর্যটকরা দরদাম করে আনারস কিনতে ব্যস্ত সময় পার করছেন। 

দীর্ঘ ১০ বছর কাপ্তাইয়ে আনারসসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রয় করে সংসার চালান মো. আব্দুর রহমান। তিনি বলেন, ‘প্রতিবছরই পাহাড়ে প্রচুর পরিমাণ আনারসের ফলন হয়ে থাকে। কিন্তু পাহাড়ে বসবাসকারীরা এসব আনারস খুব বেশি খায় না। তবে পর্যটকদের এই আনারসের প্রতি অনেক আগ্রহ রয়েছে। যার ফলে প্রতি সাপ্তাহিক ছুটির দিনে বিক্রির জন্য আনারসসহ বিভিন্ন মৌসুমি ফল নিয়ে পর্যটনকেন্দ্রে আসি। এতে ভালো আয় হয় আমাদের।’

আব্দুর রহিমের মতো প্রায় একই রকম কথা বলেন আরেক আনারস বিক্রেতা গফুর আলী। তিনি বলেন, ‘আনারস বিক্রি করে প্রায় প্রতিদিন ৫০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই সংসার এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাই।’

একসময় অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন আনারসসহ মৌসুমি ফল বিক্রিকেই পেশা হিসেবে নিয়েছেন রুপনা চাকমা, কল্যাণী চাকমার মতো অনেক ক্ষুদ্র আনারস ব্যবসায়ী। নতুন এ পেশায় অনেকটা খুশিও তারা। 

তারা বলেন, ‘আগে অন্যান্য কাজ করে সংসার চালাতে খুব কষ্ট হতো। বর্তমানে সব কাজ বাদ দিয়ে আনারসসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করি। এতে আমাদের অনেক ভালো আয় হয়। বিশেষ করে ছুটির দিনে পর্যটক আগমন যত বেশি হয় আমাদের বেচাবিক্রি এবং আয়ও তত বেশি হয়ে থাকে।’

এদিকে ছুটির দিনগুলোতে পর্যটনকেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। পদচারণায় মুখর হয় এই এলাকা। পর্যটকদের আনাগোনায় পড়ে যায় আনারস বিক্রির ধুম। এ রকমই এক ছুটির দিনে ঢাকা থেকে কাপ্তাইয়ে ভ্রমণে এসেছিলেন বিলকিস বেগম, সাইলা শারমীন, প্রিয়াংকা দে নামে বেশ কয়েকজন নারী পর্যটক। তাদের হাতে দেখা যায় কয়েক জোড়া আনারস। এতগুলো আনারস কেন কিনেছেন, জানতে চাইলে তারা বলেন, ‘ঢাকাতে সচরাচর এ রকম আনারস পাওয়া যায় না। দেখতেও বেশ। দামও খুব বেশি নয়। খেতে সুস্বাদু। তাই আমরা কাপ্তাই থেকে এসব আনারস কিনে নিয়ে যাচ্ছি।’

পাহাড়ি এই জনপদের বিভিন্ন রকমের ফল বিক্রির ফলে মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতির সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

তিনি বলেন, পাহাড়ে আনারসের পাশাপাশি বিপুল পরিমাণ আম, জাম, কলা, কাঁঠাল, জাম্বুরা, পেঁপে, পেয়ারা, বরইসহ বিভিন্ন মৌসুমি ফল ভালো উৎপন্ন হয়ে থাকে। দুর্গম পাহাড়ের উৎপাদিত অনেক ফল কাপ্তাই হ্রদ দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আর এসব ফলের বেশিরভাগ ক্রেতা থাকেন পর্যটকরা। তবে অনেক ব্যবসায়ী ট্রাকে ভর্তি করে এসব মৌসুমি ফল কিনে শহরে নিয়ে যান। এতে এখানকার ফল চাষি এবং ব্যবসায়ীরা ভালো আয়-রোজগার করতে পারেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা