× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতখানে মাছের পোনা অবমুক্ত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৮ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫১ পিএম

মাছের পোনা অবমুক্ত করছেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি : সংগৃহীত

মাছের পোনা অবমুক্ত করছেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি : সংগৃহীত

ভোলার দৌলতখানে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজস্ব খাতের আওতায় দৌলতখান উপজেলা পরিষদ চত্বরের পুকুরে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। 

আজম মুকুল বলেন, মাছ বাঙালির খাদ্যতালিকায় অত্যন্ত জনপ্রিয় খাবার। দেশে আমিষের চাহিদা মেটাতে মাছের গুরুত্ব অপরিসীম। তাই মৎস্যসম্পদ উৎপাদন বৃদ্ধি করার জন্যই সরকার মাছের পোনা অবমুক্তকরণের উদ্যোগ নিয়েছে। ফলে আমাদের মৎস্য খাত আরও স্বয়ংসম্পূর্ণ হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলায় রয়েছে সরকারি ও প্রাতিষ্ঠানিক মিলে ২৭টি জলাশয়। এ জলাশয়গুলোতে ৩৩৩ দশমিক ৩৩ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। আজ সকালে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন--উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া ও মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন প্রমুখ।

প্রবা/ইউরি/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা