× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে ৩৩৯ কেজি মাছের পোনা অবমুক্ত

নাটোর সংবাদদাতা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৪ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৮ পিএম

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

নাটোরে উত্তরা গণভবনের হ্রদে ৩৩৯ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলার ১২টি জলাশয়ে মোট ৩৩৯ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ সুফলপ্রাপ্তিতে এগিয়ে আছে মৎস্য খাত। সারা বিশ্বে বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে চতুর্থ এবং মৎস্য উৎপাদনের হার বৃদ্ধিতে দ্বিতীয়। মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশের মানুষের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হবে।

অনুষ্ঠানে অংশ নিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন জানান, রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলার ১২টি নির্বাচিত জলাশয়ে মোট ৩৩৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা জলাভূমি নির্বাচন ও পোনা সংগ্রহ কমিটি সভায় এসব জলাশয় মনোনীত করা হয়।

এই কার্যক্রম আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানান জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, এ কার্যক্রমের আওতায় জেলায় দুই টন পোনা অবমুক্ত করা হবে। ফলে বছর শেষে ২০ টন অতিরিক্ত মাছ উৎপাদিত হবে।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন অনুষ্ঠানে ছিলেন।


প্রবা/ইউরি/টিকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা