× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুরক্ষিত জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫২ পিএম

বাগেরহাটের মোংলায় চিলাবাজার এলাকার সুন্দরবনসংলগ্ন পশুর নদে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে মানববন্ধন।  প্রবা ফটো

বাগেরহাটের মোংলায় চিলাবাজার এলাকার সুন্দরবনসংলগ্ন পশুর নদে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে মানববন্ধন। প্রবা ফটো

‘ফান্ড আওয়ার ফিউচার’ দাবি করে দেশব্যাপী অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ও জনগণকে সচেতন করতে অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় ও অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ৩০টির বেশি তরুণ সংগঠন হাজারও তরুণ এ ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের ২৬টি জেলায় এবং ৭টি লোকাল ইয়ুথ হাবে তরুণ অ্যাক্টিভিস্ট স্বেচ্ছাসেবকরা এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সংহতি প্রকাশ করেছে। কর্মসূচিতে অংশ নিয়ে তারা সুরক্ষিত জলবায়ুর স্বার্থে জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবি জানান। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর-

কক্সবাজার : সকালে কক্সবাজার প্রেস ক্লাবসংলগ্ন সড়কে জলবায়ু ধর্মঘটে অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তরুণরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জলবায়ু সুবিচারের দাবিতে র‍্যালি করে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এরপর সেখানে অবস্থান ধর্মঘট করেন। 

এসময় তরুণরা দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সঙ্গে নিয়ে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। প্ল্যাকার্ডে তাদের প্রতিবাদের অক্ষরে লেখা দাবি- জীবাশ্ম জ্বালানি বন্ধ কর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি কর, জলবায়ু সুবিচার চাই ইত্যাদি প্রকাশ পায়।

অ্যাকশন এইডের যুব প্রোগ্রামের ব্যবস্থাপক মো. নাজমুল আহসান বলেন, ‘সারা পৃথিবীতে যে হারে জীবাশ্ম জ্বালানিতে ও ব্যবসায়িক কৃষিপণ্যে বিনিয়োগ বেড়ে চলেছে তা ন্যায়ভিত্তিক ও টেকসই উন্নয়নমূলক পৃথিবী গড়ার ক্ষেত্রে বিরাট অন্তরায়। ফলে বাংলাদেশের তরুণরা নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ুসহিষ্ণু টেকসই কৃষিতে বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দিয়ে জলবায়ু নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু প্রশমন তহবিলের দাবি করছে।’

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘ফসিল-ফাইন্যান্স ও ক্ষতিকর ব্যবসায়িক কৃষিপণ্যতে বিনিয়োগ প্রবণতা ক্রমবর্ধমান পুঁজিবাদী মানসিকতার একটি প্রধান উদাহরণ, যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এটি পৃথিবীতে বাস্তুতন্ত্র এবং জলবায়ুকে মারাত্মকভাবে ধ্বংস করছে। আমরা যদি এখনই সোচ্চার না হই, তবে বাস্তুচ্যুত হতে হবে আমাদের মতো দেশগুলোর লক্ষাধিক মানুষকে।

বাগেরহাট : বাগেরহাটের মোংলায় চিলাবাজার এলাকার সুন্দরবনসংলগ্ন পশুর নদে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ঘণ্টাব্যাপী পশুর নদের পানির মধ্যে দাঁড়িয়ে এই মানববন্ধন করেন। 

এসময় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, তন্বী মণ্ডল প্রমুখ।

খুলনা : খুলনায় সাইকেল র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর রয়্যাল মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াটারকিপার্স-বাংলাদেশ, ব্রতী, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোস্টাল ভয়েস অব বাংলাদেশ ও খুলনা সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচি আহ্বান করে।

কোস্টাল ভয়েস অব বাংলাদেশের সভাপতি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে র‌্যালি ও মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। 

এদিকে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি স্মৃতিসৌধ চত্বরে একই দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং সচেতন সংস্থা আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার। 

ফেনী : ফেনীর সোনাগাজীতে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের সামনে ‘ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নয়, জ্বালানি ও জলবায়ু সুরক্ষিত ভবিষ্যৎ চাই’- এই স্লোগানকে সামনে রেখে ধর্মঘট পালন করা হয়।

এসময় উপস্থিত তরুণ জলবায়ুযোদ্ধারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ; বিশেষ করে এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমানোর দাবিসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। ইয়ুথনেট ফেনী জেলার সমন্বয়ক আশরাফ উদ্দিন, উপদেষ্টা ইমাম উদ্দিন আহমেদ ইমন, মোস্তাফিজুর রহমান মুরাদ, জলবায়ুযোদ্ধা সাদিয়া বিনতে নছর, ফেরদৌসী সুলতানা কনা, মো. ইউছুফ ভূঁইয়া, মো. ইশতিয়াক রেজা ও জয়া জান্নাত উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা